জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের নির্মাণাধীন কাজ প্রশাসনিক জটিলতা ও চিঠি চালাচালিতে আটকে আছে। শিক্ষার্থীদের তিন দফার দাবির পরিপ্রেক্ষিতে প্রকল্পের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা নিয়েও দেখা দিয়েছে আমলাতান্ত্রিক জটিলতা। এদিকে প্রকল্পের কাজ নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে আজ থেকে আমরণ অনশনে নামছেন শিক্ষার্থীরা। এদিকে গত বৃহস্পতিবার দ্বিতীয় ক্যাম্পাস স্থাপন : ভূমি অধিগ্রহণ ও উন্নয়ন প্রকল্প পরিচালক সৈয়দ আলী আহমেদ স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। এর পর পরবর্তী প্রকল্প পরিচালক নিয়োগ না হওয়া পর্যন্ত বর্তমানে প্রকল্পে কর্মরত উপ-প্রধান প্রকৌশলী মো. আমিরুল ইসলামক সাময়িক দায়িত্ব প্রদান করে বিজ্ঞপ্তি দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াসউদ্দিন। বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা গেছে, দ্বিতীয় ক্যাম্পাসের প্রথম ধাপের অধীনে চারটি চুক্তির প্রায় ৭৫ শতাংশ কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। তবে প্রকল্পের ব্যয়-মেয়াদ বৃদ্ধিসহ একাধিকবার প্রশাসনের রদবদলের কারণে বাকি কাজ সম্পন্ন হয়নি। এ ছাড়া প্রকল্পে বিভিন্ন সময়ে কিছু অসঙ্গতি ধরা পড়ায় ঠিকাদারের চুক্তি বাতিল হয়। সূত্রে আরও জানা গেছে, দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পটি ২০১৮ সালে শুরু হলে একাধিকবার মেয়াদ বাড়িয়ে এখন ২০২৬ নেওয়া হয়েছে। তবে এর জন্য বাজেট স্বল্পতা এবং ব্যয় বৃদ্ধিসহ আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেছেন দপ্তরের কর্মকর্তারা। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রেজাউল করিম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগের কোনো আইন নেই। সেনাবাহিনীর হাতে কাজ হস্তান্তরের বিষয়টিও দোদুল্যমান রয়েছে। কেউ বলে সাবেক, আবার কেউ বলে বর্তমান আর্মিতে নিয়োজিত ব্যক্তিকে প্রকল্পে নিয়োগ দিতে। তবে আমরা কথা বলে আর্মিকে হস্তান্তরের পুরো নিয়ম জেনে নিয়েছি। আশা করি, ২০২৪-২৫ সালের ব্যয়ের প্রাক্কলন দেখে আর্মি যদি রাজি হয়, তাহলে প্রকল্পে আর কোনো বাধা নেই। সরকার বরাদ্দ দিলে এক-দুই মাসে প্রকল্প হস্তান্তর হতে পারে। আবার বেশি সময়ও লাগতে পারে।’
শিরোনাম
- ভোলায় সংঘর্ষে বিএনপি নেতা নিহত, আহত ৬
- বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রই আর টিকবে না : ফয়েজ আহম্মদ
- হবিগঞ্জে ১২ গ্রামে সংঘর্ষ, পুলিশসহ আহত অর্ধশত
- গাজায় ইসরায়েলি হামলায় আরও ৪২ ফিলিস্তিনি নিহত
- তথ্য উপদেষ্টার বাবার ওপর হামলায় বিএনপি নেতা এ্যানির দুঃখ প্রকাশ
- ঘোড়ার গাড়িতে ইমামের বিদায়, ৯ লাখ টাকার সংবর্ধনা
- ঝিনাইদহে ঈদ উপলক্ষে ভিন্নধর্মী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
- লক্ষ্মীপুরে ৬ বছরের শিশু গুলিবিদ্ধ
- মুক্তির একদিন পরই বাড়ল ‘জংলি’র শো
- "ব্যাংকিং সেক্টরের সংস্কার দরকার, যা বর্তমান সরকার এককভাবে করতে পারবে না"
- সংস্কারের নামে নির্বাচনকে দীর্ঘায়িত করার সুযোগ নেই : কাদের গনি চৌধুরী
- যশোরের অভয়নগরে ফুচকা খেয়ে অসুস্থ দেড় শতাধিক
- দক্ষিণ আফ্রিকার দায়িত্ব ছাড়লেন ওয়াল্টার
- রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আরও একজনের মৃত্যু
- ঈদে কাতার মাতিয়ে গেলেন বাংলাদেশি একঝাঁক তারকা
- জনগণের সাথে সম্পর্ক তৈরি করাই প্রধান কাজ: মির্জা ফখরুল
- 'সাড়ে ১২ বছরের ছেলে যুদ্ধের সময়ে মানুষ খুন করতে পারে—এটা বিশ্বাসযোগ্য কথা?'
- অনেক ষড়যন্ত্র হয়েছে, এখন আমরা স্বাধীন: রুমন
- নদীতে পড়ে গিয়ে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার
- মনিকগঞ্জে ঈদ উৎসবে গ্রামীন খেলা অনুষ্ঠিত
প্রকাশ:
০০:০০, রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
আপডেট:
০২:১৮, রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫
জবি দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্প আটকা চিঠি চালাচালিতে
► আজ আমরণ অনশনে যাচ্ছেন শিক্ষার্থীরা ► প্রকল্প পরিচালকের স্বেচ্ছায় পদত্যাগ
মাহির মিলন, জবি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর