ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর-আইআরজিসি ১১৬ নট (২১৫ কিমি.) গতির একটি ক্ষেপণাস্ত্র-বোট তৈরি করার দাবি করেছে। আইআরজিসি নৌ বাহিনীর প্রধান এ কথা জানিয়েছেন। এ সময় তিনি পারস্য উপসাগর রক্ষায় ব্যবহৃত ইরানের অত্যাধুনিক সামরিক সাফল্যের প্রশংসা করেছেন।
রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি গতকাল পারস্য উপসাগরের জাতীয় দিবস উপলক্ষে এ ঘোষণা দেন। এ দিনটি ১৬২২ সালে হরমুজ প্রণালি থেকে পর্তুগিজ নৌ বাহিনীর বহিষ্কারের বার্ষিকী হিসেবে চিহ্নিত।
তাংসিরি বলেন, আমরা একটি ক্ষেপণাস্ত্র-বোট তৈরি করেছি, যার গতি ১১৬ নট বা ঘণ্টায় ২১৫ কিলোমিটার। এটি সব প্রযুক্তিগত এবং বিশেষায়িত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।-প্রেসটিভি
আইআরজিসি নৌ বাহিনী নিজস্ব জাহাজ, ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ডুবোজাহাজ তৈরি করে। তাংসিরি বলেন, আমরা পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দিনরাত কাজ করি।