পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি বলেছেন, ‘পাকিস্তান অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধারে এটাই উপযুক্ত সময়। এটাই পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়ার সময়।’ তিনি গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়ে এ কথা বলেন। পেহেলগামে জঙ্গি হামলায় ২৮ জনের মৃত্যুর ঘটনা কেন্দ্র করে অভিষেক আরও বলেছেন, ‘তারা (পাকিস্তান) যে ভাষা বোঝে সেই ভাষায়ই জবাব দেওয়ার সময় এটা।’ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা ও ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল সংসদ সদস্য অভিষেক আরও উল্লেখ করেন, ‘কয়েক দিন ধরে আমি মূলধারার গণমাধ্যম এবং কেন্দ্রীয় সরকারের নেতৃত্বে থাকা ব্যক্তিদের আচরণ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।
কিন্তু পেহেলগামে এই নজিরবিহীন সন্ত্রাসী হামলার পেছনের ত্রুটিগুলো গভীরভাবে তদন্ত করার পরিবর্তে তারা একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের স্বার্থে উপকারী- এমন একটি আখ্যান তুলে ধরায় বেশি মনোযোগী বলে মনে হচ্ছে। এ ধরনের তুচ্ছ রাজনীতির ঊর্ধ্বে উঠে এ বিষয়টিকে চিরতরে মোকাবিলা করার সময় এসেছে।’