যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত স্টিভ উইটকফ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তিচুক্তি নিয়ে আলোচনা করতে মস্কোয় পৌঁছেছেন। গতকাল তাঁর এই সফরের মধ্যেই গাড়িবোমা বিস্ফোরণের ঘটনায় নিহত হয়েছেন ঊর্ধ্বতন এক রুশ জেনারেল। রাশিয়া কর্তৃপক্ষ এ খবর নিশ্চিত করে জানিয়েছেন।
রাশিয়ার গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, মস্কোর বালাশিখা শহরে বোমায় গাড়ি উড়ে গিয়ে নিহত হন রাশিয়ার সশস্ত্র বাহিনীর প্রধান অভিযান পরিচালনা অধিদপ্তরের উপপ্রধান কমান্ডার জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক। বাসার কাছে দাঁড় করিয়ে রাখা গাড়িতে বোমাটি পেতে রাখা হয়েছিল। সামরিক ওই কমান্ডার গাড়ির কাছে হেঁটে আসার পরই দূর থেকে বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। বিবিসি জানায়, রুশ এই কমান্ডার ছিলেন ক্রেমলিনপন্থি। তিনি রাশিয়ায় থাকা ইউক্রেনীয়দের হামলার নিশানা হয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া গত বুধবার দিবাগত রাতে ইউক্রেনের রাজধানী কিয়েভে একাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর রুশ সামরিক কমান্ডার হত্যার এ ঘটনা ঘটল। তা ছাড়া কিয়েভে এ হামলার পরই ট্রাম্পের দূত উইটকফ রাশিয়া সফরে গেছেন পুতিনের সঙ্গে কথা বলতে। ট্রাম্প এর আগে তাঁর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে হামলা থামাতে বলে শান্তিচুক্তি করার আহ্বান জানিয়েছিলেন। তারপরই তাঁর পক্ষ থেকে রাশিয়ায় উইটকফের এই সফর। গতকাল দিনশেষে পুতিনের সঙ্গে উইটকফের বৈঠক হওয়ার কথা রয়েছে। এ বছর পুতিনের সঙ্গে এটি হতে চলেছে তার চতুর্থ বৈঠক। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেন নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করতে রাশিয়া প্রস্তুত। যদিও কিছু বিষয় এখনো সুরাহা করার আছে। তবে ট্রাম্প বলেছেন, শান্তি আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি এরই মধ্যে হয়েছে। আর আগামী কয়েকটি দিন খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। বৃহস্পতিবার ট্রাম্প সাংবাদিকদের বলেন, এ সময়ে বৈঠক চলছে। আমি মনে করি আমরা একটি চুক্তি করতে চলেছি ... আমি মনে করি আমরা চুক্তির খুব কাছে পৌঁছে যাচ্ছি।’
ইউক্রেনের সঙ্গে চুক্তিতে প্রস্তুত : যুদ্ধ বন্ধে রাশিয়া ইউক্রেনের সঙ্গে চুক্তি করতে প্রস্তুত বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে এ ক্ষেত্রে কিছু নির্দিষ্ট বিষয় সূক্ষ্মভাবে সংশোধন করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি।
সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, একটি টিভি সাক্ষাৎকারে ল্যাভরভ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে বলেন, উভয়পক্ষই যদি রাজি থাকে তবে একটি শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব। এ সময় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট এটা বিশ্বাস করেন এবং আমরাও মনে করি, আমরা সঠিক পথেই এগোচ্ছি। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত ও ৭০ জন আহত হয়েছেন। তার আগে পৃথক হামলায় অন্তত আটজন মারা গেছেন। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার সাম্প্রতিক হামলায় একদমই খুশি হতে পারেননি ট্রাম্প। -বিবিসি
তার মতে, এ হামলা অপ্রয়োজনীয়। তাই দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি হামলা থামানোর আহ্বান জানিয়েছেন তিনি। এ হামলার প্রতিক্রিয়ায় ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ‘এর প্রয়োজন ছিল না। এখন সঠিক সময় নয়। আমি এতে মোটেই (কিয়েভে হামলা) খুশি নই।’