হঠাৎ করেই জঙ্গি হামলায় কেঁপে উঠে ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চল জম্মু-কাশ্মীরের পর্যটন কেন্দ্র পহেলগাঁও। পর্যটকদের চিহ্নিত করে খুব কাছ থেকে পরপর গুলি, তাতেই মৃত্যু হয় ২৮ জনের। নিহতদের তালিকায় একমাত্র মুসলিম সৈয়দ আদিল হোসেন শাহ। পেশায় একজন টাট্টু চালক আদিলই হতদরিদ্র পরিবারের একমাত্র উপার্জনকারী সদস্য। সেই আদিল ভয় না পেয়ে জঙ্গিদের মুখোমুখি দাঁড়ান। একসময় তার সামনে ঘটতে থাকা এই হত্যালীলা সহ্য করতে না পেরে জঙ্গিদের হাত থেকে একে-৪৭ রাইফেল কেড়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। কিন্তু শেষ রক্ষা হয়নি। এসময় মুসলিম বলেও জঙ্গিদের হাত থেকে রেহাই পাননি সৈয়দ আদিল।
জঙ্গিদের গুলির নিশানায় ঝাঁঝরা হয়ে যায় কাশ্মীরি যুবকের শরীর। স্বাভাবিকভাবেই পরিবারের একমাত্র রোজগেরে ছেলের মৃত্যুতে শোকস্তব্ধ তার পরিবার। তারা জানেন না, কীভাবে বাকি জীবনটা চলবে তাদের। এদিকে কাশ্মীরি যুবক সৈয়দ আদিলের এ সাহসিকতার খবর সামনে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মকাণ্ড প্রশংসিত হয়েছে।
এদিন বিকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগ জেলার হাপাতনারে আদিলের দাফন হয়। গতকাল একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে কয়েকজন পর্যটক আদিলের প্রশংসা করেছেন। আবার আদিল নিজেই জানান এ ধরনের হামলা কোনোভাবেই আমরা সমর্থন করি না।