বিশ্বের সবচেয়ে উত্তপ্ত স্থান হিসেবে চিহ্নিত বিশ্বের ১০টি স্থানের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির ফারনাস ক্রিক, তিউনিসিয়ার কেবিলি, ইরানের আহভাজ নগরী, ইসরায়েলের তিরাত জিভি, কুয়েতের মিতরিবাহ, ইরাকের বসরা, পাকিস্তানের তুরবত, সংযুক্ত আরব আমিরাতের আলজাজিরা বর্ডার গেট, মেক্সিকোর মেক্সিক্যালি ভ্যালি ও সৌদি আরবের জেদ্দা নগরী।
ক্যালিফোর্নিয়ার ডেথ ভ্যালির ফারনাস ক্রিক : গ্রীষ্মের দিনগুলোতে ডেথ উপত্যকায় তাপমাত্রা গড়ে ৪৫ ডিগ্রি থাকে। ১৯৭২ সালের ১৫ জুলাই ডেথ ভ্যালিতে ভূমির তাপমাত্রা ৯৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। ফুটন্ত গরম পানির তাপমাত্রা এর থেকে সামান্য বেশি।
তিউনিসিয়ার কেবিলি : পৃথিবীতে এ পর্যন্ত রেকর্ড হওয়া দ্বিতীয় সর্বোচ্চ তাপমাত্রা এটি। রেকর্ড ভাঙা তাপমাত্রার পাশাপাশি পুরাপ্রস্তর যুগের মানুষ্য বসতি থাকার চিহ্ন পাওয়া যাওয়ার কারণেও কেবিলি বেশ পরিচিত।
ইরানের আহভাজ নগরী : ২০১৭ সালের ২৯ জুন স্থানীয় সময় বিকাল ৪টা ৫১ মিনিট থেকে ৫টা পর্যন্ত ইরানের আহভাজে তাপমাত্রা ৫৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। ইরানের খুজেস্তান প্রদেশের রাজধানী আহভাজে প্রায় ১৩ লাখ মানুষ বসবাস করে।
ইসরায়েলের তিরাত জিভি : ১৯৪২ সালের ২১ জুন বর্তমান ইসরায়েলের তিরাত জিভিতে ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। জর্ডান নদীর পশ্চিম পাড়ে অবস্থিত তিরাত জিভি ইসরায়েল-জর্ডান সীমান্তে অবস্থিত।
মিতরিবাহ (কুয়েত) : পৃথিবীর পঞ্চম সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে কুয়েতের মিতরিবাহতে। ২০১৬ সালের ২১ জুলাই মিতরিবাহতে তাপমাত্রা সর্বোচ্চ ৫৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
বসরা (ইরাক) : বিশ্বের সবচেয়ে উত্তপ্ত অঞ্চলের একটি মধ্যপ্রাচ্য, সেখানে কয়েকটি স্থানে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসের ওপর রেকর্ড করা হয়েছে। ওই সব স্থানের একটি ইরাকের বসরা।
তুরবত (পাকিস্তান) : পৃথিবীর সপ্তম সর্বোচ্চ উত্তপ্ত স্থান পাকিস্তানের তুরবত। ২০১৭ সালের ২৮ মে সেখানে ৫৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়।
আল জাজিরা বর্ডার গেট : ২০০২ সালের জুলাই মাসে সংযুক্ত আরব আমিরাতের আল জাজিরা বর্ডার গেটে তাপমাত্রা ৫২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।
মেক্সিক্যালি (মেক্সিকো) : ১৯৯৫ সালের ২৮ জুলাই মেক্সিকোর মেক্সিক্যালি ভ্যালিতে ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এটি পৃথিবীতে রেকর্ড হওয়া নবম সর্বোচ্চ তাপমাত্রা।
জেদ্দা (সৌদি আরব) : সৌদি আরবের জেদ্দায় ২০১০ সালের ২২ জুন ৫২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ওই অঞ্চলে এটি রেকর্ড সর্বোচ্চ তাপমাত্রা। - রয়টার্স।