তাইওয়ান প্রণালি সম্পূর্ণভাবে ‘চীনের সার্বভৌমত্বের আওতাধীন নয়’ আর চীন ইচ্ছাকৃতভাবে কোনো উত্তেজনা সৃষ্টির পদক্ষেপ নিলে তা বৈশ্বিক নিরাপত্তার জন্য সত্যিকারের একটি হুমকি হবে বলে মন্তব্য করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কানাডার একটি যুদ্ধজাহাজ স্পর্শকাতর জলপথটি অতিক্রম করার পর এর সমালোচনা করে চীন। চীনের এই সমালোচনার প্রতিক্রিয়ায় গতকাল ওই মন্তব্য করে স্বশাসিত দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।
এক বিবৃতিতে মন্ত্রণালয়টি বলেছে, প্রণালিটিতে শান্তি ও স্থিতিশীলতা শুধু তাইওয়ানের উদ্বেগের বিষয় না, বিশ্বজুড়ে মুক্ত ও গণতান্ত্রিক দেশগুলোরও সাধারণ উদ্বেগ। প্রায় এক মাসে একবার মার্কিন নৌবাহিনীর এবং কখনো কখনো তাদের মিত্র কানাডা, ব্রিটেন অথবা ফ্রান্সের যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালির জলপথ পাড়ি দেয়। -রয়টার্স