গত তিন বছর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ ছিল। এর কারণ ছিল ইউক্রেন রাশিয়া যুদ্ধ। তবে যুক্তরাষ্ট্রে রাজনৈতিক পট পরিবর্তনের পর সেই প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। যুক্তরাষ্ট্রে জো বাইডেনের জায়গায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প। আর তিনি এরই মধ্যে একাধিক বার বলেছেন, তিনি যথাশিগগির সম্ভব রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসবেন। সেই সময় ঘনিয়ে এসেছে। রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ মাসের শেষ দিকে সৌদি আরবে বৈঠক করতে পারেন বলে জানিয়েছে ব্লুমবার্গ। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়েছে, এ-সংক্রান্ত প্রস্তুতির জন্য যুক্তরাষ্ট্রের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা শিগগিরই সৌদি আরব সফর করবেন।
প্রতিবেদনটি প্রকাশের কয়েক দিন আগে ট্রাম্প ও পুতিন টেলিফোনে কথা বলেন, যা ইউক্রেন সংঘাতের ২০২২ সালের ফেব্রুয়ারিতে নতুন মাত্রায় পৌঁছানোর পর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানদের প্রথম সরাসরি যোগাযোগ। দুই নেতা আলোচনার ধারা অব্যাহত রাখা ও তৃতীয় কোনো দেশে সাক্ষাৎ আয়োজনের পাশাপাশি আনুষ্ঠানিক রাষ্ট্রীয় সফরের ব্যাপারে একমত হন।
বুধবার পুতিনের সঙ্গে ফোনালাপের পর ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ও পুতিন ‘সম্ভবত’ সৌদি আরবে দেখা করবেন। শনিবার ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, এ বৈঠকের তারিখ চূড়ান্ত করতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটি মার্কিন প্রতিনিধি দল সৌদি আরব সফর করতে পারে। রমজান শুরু হওয়ার আগে অর্থাৎ ২৮ ফেব্রুয়ারির মধ্যে এই বৈঠক আয়োজনের পরিকল্পনা রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে পলিটিকোও একই ধরনের প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ শিগগিরই সৌদি আরব যাচ্ছেন।
তবে ইউক্রেন-রাশিয়া বিষয়ক আলোচনার জন্য ট্রাম্পের বিশেষ দূত কিথ কেলোগ এই সফরে থাকবেন না।
পলিটিকো আরও জানায়, মার্কিন প্রতিনিধি দলের বিষয়ে কংগ্রেসম্যান মাইকেল ম্যাককল নিশ্চিত করেছেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, অন্যান্য গুরুত্বপূর্ণ ইউরোপীয় শক্তিগুলোর কোনো প্রতিনিধির এই আলোচনায় যোগ দেওয়ার পরিকল্পনা নেই। একইভাবে ব্লুমবার্গও জানায়, মার্কিন মিত্র ন্যাটোভুক্ত ইউরোপীয় দেশগুলোকেও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
ইউক্রেনের প্রতিনিধিদের বিষয়ে ব্লুমবার্গ জানায়, কিয়েভের দূতেরা সৌদি আরবে উপস্থিত থাকতে পারেন বলে মনে করা হচ্ছে, তবে আলোচনার প্রস্তুতি সম্পর্কে তারা পুরোপুরি অবগত নন।
এদিকে বৃহস্পতিবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, রুশ ও মার্কিন নেতারা প্রথমে তৃতীয় কোনো দেশে বৈঠক করতে সম্মত হয়েছেন, পরে রাষ্ট্রীয় সফর হতে পারে। তিনি আরও জানান, ‘সৌদি আরবের নাম আলোচনায় এসেছে’, তবে এখনো বৈঠকের স্থান চূড়ান্ত হয়নি। এদিকে শুক্রবার সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তারা নিজ ভূখে এ সম্মেলন আয়োজনকে স্বাগত জানায়। -এএফপি