ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। ঘরে বাইরে চাপের মুখে পড়ে রবিবার মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান এন বীরেন সিং। এরপর পাঁচ দিন কেটে গেলেও নতুন মুখ্যমন্ত্রী কে হচ্ছেন তা খুঁজে পাওয়া যায়নি। আর সে কারণেই রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে। গত রাতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বরাত দিয়ে বলা হয়, ‘আমি মণিপুরের রাজ্যপালের কাছ থেকে রিপোর্ট পেয়েছি। আমার মনে হচ্ছে, সংবিধান অনুসারে সেখানে সরকার চালানো সম্ভব হচ্ছে না।’
প্রায় ২১ মাসের জাতিগত সংঘাতে মণিপুরে ২৫০ জনের বেশি মানুষ মারা যায়। শত শত বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়।