হিমালয়ের বিরোধপূর্ণ সীমান্তে দুই প্রতিবেশীর মধ্যে প্রাণঘাতী সামরিক সংঘাতের প্রায় পাঁচ বছর পর ফের সরাসরি ফ্লাইট চলাচল শুরু করতে সম্মত হয়েছে ভারত ও চীন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে জানিয়েছে, বেইজিং সফরে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর মধ্যে বৈঠকে সরাসরি বিমান পরিষেবা ফের চালু করার বিষয়ে দুই দেশ সম্মত হয়।
এই ঘোষণাকে প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের শীতল সম্পর্কের বরফ গলানোর সাম্প্রতিক ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। ভারতীয় মন্ত্রণালয়টি জানিয়েছে, উভয় পক্ষ ফ্লাইটবিষয়ক খুঁটিনাটি নিয়ে দ্রুতই আলোচনায় বসবে। ২০২০ সালে হিমালায় সীমান্তে ভারত ও চীনের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের পর দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। ওই সংঘর্ষের জেরে চীনা সংস্থাগুলোর জন্য বিনিয়োগের পথ কঠিন করে তোলে ভারত। ভারতীয় সরকার দেশটিতে জনপ্রিয় শতাধিক চীনা অ্যাপ নিষিদ্ধ করে এবং সরাসরি যাত্রীবাহী ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে। কিন্তু পণ্যবাহী ফ্লাইটের সরাসরি চলাচল বন্ধ করা হয়নি। -রয়টার্স
গত অক্টোবরে রাশিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে আলোচনাসহ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে গত চার মাসে দুই দেশের সম্পর্কের উন্নতি হয়েছে। সোমবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ভারতের পররাষ্ট্র সচিবকে বলেন, দুই দেশের উচিত একে অপরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা এবং পারস্পরিক বোঝাপড়ার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের বিবৃতিতে বলেছে, ‘এই বৈঠকে দীর্ঘমেয়াদি নীতিগত স্বচ্ছতার লক্ষ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে সুনির্দিষ্ট উদ্বেগ নিয়ে আলোচনা করা হয়েছে।’ ভারত-চীন সীমান্তে সংঘাত কমাতে অক্টোবরে একটি মাইলফলক চুক্তির পরে দুই এশীয় শক্তির মধ্যে এটিই ছিল সর্বশেষ বৈঠক।