প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টিকটকের ৫০ শতাংশ মালিকানা যুক্তরাষ্ট্রের হাতে রাখার প্রস্তাব দিয়েছেন। ট্রুথ সোশ্যাল পোস্টে তিনি বলেন, ‘এভাবে আমরা টিকটককে রক্ষা করতে পারি এবং এটিকে সঠিক হাতে রাখতে পারি।’ ট্রাম্প একই সঙ্গে একটি নির্বাহী আদেশে টিকটকের কার্যক্রম আরও ৭৫ দিন চালু রাখার অনুমতি দিয়েছেন।
তার এই ঘোষণার পরে জনপ্রিয় ইউটিউবার এবং ইন্টারনেট ব্যক্তিত্ব জিমি ডোনাল্ডসন, যিনি মিস্টার বিস্ট নামে সর্বাধিক পরিচিত সম্প্রতি টিকটক কেনার ইচ্ছা প্রকাশ করে তার ভক্তদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছেন। ব্যক্তিগত বিমানে বসে তিনি এক ভিডিওতে ঘোষণা দেন, ‘আমি হয়তো তোমাদের নতুন সিইও হতে যাচ্ছি! আমি ভীষণ উত্তেজিত!’ সেই সঙ্গে তিনি পাঁচজন নতুন ফলোয়ারকে ১০ হাজার মার্কিন ডলার উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন। ভিডিওটি ইতোমধ্যে ৭৩ মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছে। বিবিসি শুধু মিস্টার বিস্ট নন, গুঞ্জন আছে ইলন মাস্কও টিকটক কিনতে পারেন। ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, চীন মাস্কের কাছে টিকটক বিক্রি করার কথা ভাবছে। মাস্ক এক্সে (পূর্বে টুইটার) লিখেছেন, ‘টিকটক আমেরিকায় চালু, কিন্তু এক্স চীনে নিষিদ্ধ এই অবস্থান ভারসাম্যহীন।’ টিকটক কেনার জন্য ওরাকলের চেয়ারম্যান ল্যারি এলিসন এবং প্রকল্প লিবার্টির প্রতিষ্ঠাতা ফ্র্যাংক ম্যাককোর্টও আগ্রহ প্রকাশ করেছেন। ম্যাককোর্ট টিকটকের অ্যালগরিদম বা চীনা প্রযুক্তি ছাড়াই প্ল্যাটফর্মটি পরিচালনার কথা বলেছেন। তবে বিশেষজ্ঞদের মতে, অ্যালগরিদম ছাড়া টিকটকের মূল্য অনেক কমে যাবে।