উত্তরমধ্য নাইজেরিয়ায় একটি বিশাল ট্যাংকার বিস্ফোরণে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে নাইজার রাজ্যের সুলেজা শহরের কাছে এই বিস্ফোরণ ঘটে। দেশটির ন্যাশনাল এমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, শনিবার সুলেজা এলাকায় একটি ট্যাংকার উল্টে যায়। এ সময় কিছু লোক চুয়ে পড়া জ্বালানি সংগ্রহ করতে যায়। কিছুক্ষণের মধ্যে ট্যাংকারটি বিস্ফোরিত হয়।
রয়টার্স জানায়, রাস্তার বেহাল ও লক্কড়ঝক্কড় গাড়ির কারণে নাইজেরিয়ায় জ্বালানিবাহী ট্যাংকার দুর্ঘটনা ও বিস্ফোরণের ঘটনা প্রায়ই দেখা যায়।
দুই সপ্তাহ আগেই তেলসমৃদ্ধ ডেল্টা রাজ্যে দুর্ঘটনায় পড়া একটি জ্বালানিবাহী ট্যাংকার বিস্ফোরণের ঘটনায় ৫ জন নিহত হয়েছেন। গত বছরের অক্টোবরে ছিটকে পড়া পেট্রল নিতে গিয়ে ট্যাংকার বিস্ফোরণে মৃত্যু হয়েছিল ১৫৩ জনের। এএফপি
অর্থনৈতিক সংকট নিরসনে দীর্ঘদিন ধরে চলে আসা জ্বালানিতে ভর্তুকি দেওয়ার নীতি প্রত্যাহারসহ প্রেসিডেন্ট বোলা টিনুবুর কঠোর সব পদক্ষেপের কারণে গেল দেড় বছরে আফ্রিকার এই দেশটিতে জ্বালানির দাম ৪০০ শতাংশের বেশি বেড়েছে।
এসব পদক্ষেপ দেশটির লাখ লাখ বাসিন্দাকে দারিদ্র্যসীমার নিচে ঠেলে দিয়েছে, টিকে থাকার জন্য মরিয়া অনেকেই ঝুঁকি নিতে দ্বিধা করছেন না।