প্রায় ৪০ বছরের মধ্যে কোনো মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠান ইনডোরে অনুষ্ঠিত হবে। ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথবাক্য পাঠ করানো হবে ক্যাপিটল ভবনের রোটুন্ডায়। উদ্বোধনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে ক্যাপিটল ওয়ান এরিনায়। এর আগেও ঠান্ডা আবহাওয়ার কারণে কয়েকজন প্রেসিডেন্ট ইনডোরে শপথ অনুষ্ঠান করেছেন। ১৯৮৫ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের দ্বিতীয় শপথ অনুষ্ঠানের সময় তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি ফারেনহাইট। সেবারও শপথ ক্যাপিটল রোটুন্ডায় হয়েছিল এবং উদ্বোধনী কুচকাওয়াজ বাতিল করা হয়। ১৯০৯ সালে প্রবল তুষারঝড়ে ১০ ইঞ্চি বরফ জমার পর প্রেসিডেন্ট উইলিয়াম টাফট সিনেট চেম্বারে শপথ গ্রহণ করেন। তবে তুষার সত্ত্বেও সেবার কুচকাওয়াজ বাইরে অনুষ্ঠিত হয়, যেখানে অংশ নিয়েছিলেন ২০ হাজার মার্চার। টাফট সে সময় রসিকতা করে বলেছিলেন, ‘আমি জানতাম, আমি প্রেসিডেন্ট হলে দোজখেও ঠান্ডা পড়বে।’ কিছু প্রেসিডেন্ট অবশ্য প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বাইরে অনুষ্ঠান করেছেন। ১৯৬১ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি ২২ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় শপথ গ্রহণ করেন। তার আগের দিন হঠাৎ ৮ ইঞ্চি তুষার পড়ে ডিসি এলাকায়। বিবিসি
স্থবির করে দিয়েছিল। সেনাবাহিনীর প্রকৌশলীরা অতিরিক্ত সময় কাজ করে তুষার পরিষ্কার করেন অনুষ্ঠানের জন্য। এদিকে, ট্রাম্প তাঁর সমর্থকদের উষ্ণ পোশাক পরার আহ্বান জানিয়েছেন এবং টেলিভিশনে অনুষ্ঠানটি দেখার পরামর্শ দিয়েছেন।