যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল ২০ জানুয়ারি শপথ নেবেন। সেই দিনটিকে সামনে রেখে আয়োজন করা হয়েছে তার অভিষেক অনুষ্ঠান। এ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে বেশ কয়েকজন বিশ্বনেতাকে, যার মধ্যে আছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিংও। কিন্তু জিনপিং নন, অনুষ্ঠানে যোগ দিতে ভাইস প্রেসিডেন্ট হান ঝেং কে অনুষ্ঠানে পাঠাচ্ছে চীন। এর মধ্য দিয়ে প্রথমবারের মতো চীনের কোনো ঊর্ধ্বতন নেতা সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকে শপথ নিতে দেখবেন। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে বিদেশি নেতাদের আমন্ত্রণ জানানোর রেওয়াজ নেই। তবে ট্রাম্প সেই রেওয়াজ ভেঙেছেন।
চীন বলেছে, ‘নতুন এই যুগে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক গড়ার সঠিক উপায় খুঁজে পেতে’ যুক্তরাষ্ট্রের নতুন সরকারের সঙ্গে কাজ করতে চায় তারা। বিবিসি