গাজায় আগ্রাসন অব্যাহত থাকলে ইসরায়েল লক্ষ্য করে হামলা চালানোর প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘণ্টা পরই ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ‘আমরান’-এ একাধিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের আল-মাসিরাহ টেলিভিশন চ্যানেল গতকাল সকালে জানিয়েছে, আমেরিকান যুদ্ধবিমান প্রদেশের হারফ সুফিয়ান জেলায় কমপক্ষে পাঁচটি হামলা চালিয়েছে।
ইয়েমেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের নেতা আবদুল-মালিক আল-হুতি বৃহস্পতিবার বলেছেন, গাজায় হামলা অব্যাহত থাকলে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েল-সংশ্লিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে যাবে। তিনি বলেন, ‘যদি ইসরায়েলি শত্রু যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের আগে তাদের গণহত্যা এবং তীব্রতা বৃদ্ধি অব্যাহত রাখে তবে ফিলিস্তিনি জনগণের সমর্থনে আমাদের সামরিক অভিযান অব্যাহত থাকবে।’ - এএফপি