স্কুলে শিক্ষার্থীদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করে নতুন আইন পাস করেছে ব্রাজিল সরকার। এ আইন অনুযায়ী শিক্ষার্থীরা শুধু জরুরি পরিস্থিতি ও বিপদ, শিক্ষাসংক্রান্ত প্রয়োজনে অথবা প্রতিবন্ধকতা থাকলে স্মার্টফোন ব্যবহার করতে পারবে। দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সোমবার নতুন আইনটি স্বাক্ষর করেন। ফেব্রুয়ারি থেকে এ আইন এলিমেন্টারি এবং হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য কার্যকর হবে। নতুন আইন অনুযায়ী শিক্ষার্থীরা শুধু জরুরি পরিস্থিতি ও বিপদ, শিক্ষাসংক্রান্ত প্রয়োজনে অথবা প্রতিবন্ধকতা থাকলে স্মার্টফোন ব্যবহার করতে পারবে। অনেক অভিভাবক ও শিক্ষার্থীও এ পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন। ব্রাজিলিয়ান পোলস্টার ডেটাফোলিয়া অক্টোবরে প্রকাশিত এক জরিপে জানিয়েছে, প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ স্কুলে শিশু-কিশোরদের স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে। এপি
৭৫ শতাংশের বেশি উত্তরদাতা জানিয়েছে, এ ডিভাইসগুলো তাদের সন্তানদের জন্য অনেক ক্ষতিকর। ২০২৩ সালের তথ্যানুযায়ী, ব্রাজিলের প্রায় দুই-তৃতীয়াংশ স্কুলে মোবাইল ফোন ব্যবহারে কিছু বিধিনিষেধ রয়েছে। ব্রাজিলিয়ান ইন্টারনেট স্টিয়ারিং কমিটি গত বছরের আগস্টে প্রকাশিত জরিপে জানায়, ২৮ শতাংশ স্কুল সম্পূর্ণভাবে এটি নিষিদ্ধ করেছে।