নাইজেরিয়ায় সশস্ত্র গ্যাংয়ের অতর্কিত বন্দুক হামলায় সরকারি মিলিশিয়া বাহিনীর অন্তত ২১ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি।
কাটসিনা পুলিশের মুখপাত্র আবুবকর সাদিক আলিউ শুক্রবার রাতে এএফপিকে জানান, সাফানা জেলার বাউরে গ্রামে একজন মৃত সহকর্মীর পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ফেরার পথে সরকারি মিলিশিয়ার একটি গাড়িবহরে সশস্ত্র হামলা চালানো হয়। দুঃখজনক, হামলার ফলে ২১ জন গুলিতে নিহত হয়েছে বলে জানান তিনি। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করে যাচ্ছে। কাটসিনা উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ার সেসব রাজ্যের একটি, যেখানে সশস্ত্র গ্যাংগুলো নিয়মিত গ্রামে হামলা চালিয়ে মানুষ হত্যা ও অপহরণ করে এবং বাড়িঘর পুড়িয়ে ও লুটপাট চালিয়ে আতঙ্ক ছড়ায়।