‘ভগবান নই, আমি মানুষই’ সম্প্রতি একটি সাক্ষাৎকারে এমন কথাই বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যদিও তাঁর সম্পূর্ণ সাক্ষাৎকারটি এখনো প্রকাশিত হয়নি। কেবল ২ মিনিট ১৪ সেকেন্ডের একটি ‘প্রোমো’ প্রকাশ্যে এসেছে। আর তাতেই শুরু হয়েছে বিতর্ক।
অনেকে লোকসভা ভোটের প্রচারে দেওয়া মোদির সেই মন্তব্য টেনে আনছেন। যেখানে মোদি বলেছিলেন, ‘এ বিষয়ে নিশ্চিত যে, আমার জন্ম জৈবিকভাবে হয়নি। পরমাত্মা আমাকে পাঠিয়েছেন। বিশেষ কোনো কাজ করার জন্য আমায় পাঠানো হয়েছে।’ তাঁর সেই মন্তব্য নিয়ে সেই সময়ও শোরগোল পড়েছিল। বিরোধী দলগুলো আক্রমণও করেছিল তাঁকে।
নতুন এ সাক্ষাৎকারের একাংশে মোদি প্রশ্নকর্তার প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছেন, ‘উচ্চাকাক্সক্ষা নয়, কিছু করার মানসিকতা নিয়ে রাজনীতিতে আসা উচিত।’ তার পরে গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে তাঁর একটি ভাষণের কথা উল্লেখ করেন মোদি। জানান, সেই ভাষণে তিনি একটি ‘অসংবেদনশীল’ মন্তব্য করে ফেলেছিলেন। এ পরিপ্রেক্ষিতেই তিনি বলেন, ‘ভুল আমারও হয়েছে। আমি মানুষই, ভগবান নই।’এনডিটিভি
পরমাত্মা-মন্তব্যের পর যখন রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, তখনো নিজের মন্তব্যে অনড় থেকেছেন মোদি। মে মাসে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘কেউ কেউ আমাকে পাগল বলতে পারে, কিন্তু আমি নিশ্চিত যে, পরমাত্মা (ঈশ্বর) আমাকে একটি উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন। একবার উদ্দেশ্য পূরণ হলে আমার কাজ শেষ হবে। এ কারণে আমি নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে উৎসর্গ করেছি।’