নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে জানিয়েছেন, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার। তার দাবি, এমন কোনো ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা ইসরায়েল মেনে নেবে না, যা তাদের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দিতে পারে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
এসময় সার বলেন, মধ্যপ্রাচ্যে গাজা থেকে ইয়েমেন পর্যন্ত এখনও 'সন্ত্রাস রাষ্ট্র' বিদ্যমান আছে, যেগুলোকে ইরান সমর্থন দিয়ে যাচ্ছে। হামাস সম্পর্কে তিনি বলেন, ইসরায়েলের লক্ষ্য হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস করা। গাজার শাসনব্যবস্থা থেকে তাদের সরিয়ে দেওয়া।
২০২৩ সালে হামাসের সশস্ত্র হামলার পর ভারতের অবস্থানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার। তিনি বলেন, সেই ভয়ংকর দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রথম বিশ্বনেতা হিসেবে নেতানিয়াহুকে ফোন করেছিলেন। ভারত আমাদের পাশে দাঁড়িয়েছিল, আমরা তা স্মরণে রাখব।
ভারতকে বিশ্বের অন্যতম সুপার পাওয়ার আখ্যা দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হচ্ছে। দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে নতুন সমঝোতা স্মারক প্রক্রিয়াধীন রয়েছে।
গাজা শান্তি প্রক্রিয়া নিয়ে সার জানান, ট্রাম্পের শান্তি পরিকল্পনাকে কার্যকর পথ হিসেবে ধরে রাখতে চায় ইসরায়েল। বহু পক্ষ বিকল্প পরিকল্পনা তুলে ধরতে চাইলেও তা পরিস্থিতিকে আরও জটিল করতে পারে। তার দাবি, ট্রাম্পের পরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়নযোগ্য।
সূত্র: এনডিটিভি
বিডি প্রতিদিন/এমই