ইতালির পররাষ্ট্রমন্ত্রী আবারও গাজায় ইসরায়েলের হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বুধবার একই সাথে তিনি সতর্ক করে দিয়েছেন, ফিলিস্তিনিদের ভূখণ্ড থেকে বিতাড়িত করা গ্রহণযোগ্য বিকল্প নয় এবং কখনও হবে না।
অ্যান্টোনিওন তাজানি সংসদে বলেন, একটি ভয়ানক এবং অর্থহীন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতি ইসরায়েলি সরকারের বৈধ প্রতিক্রিয়া দুর্ভাগ্যবশত একেবারেই দুঃখজনক এবং অগ্রহণযোগ্য রূপ ধারণ করেছে। আমরা ইসরায়েলকে অবিলম্বে থামতে বলছি।
ইতালির পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলকে বোমা হামলা বন্ধ করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব মানবিক সহায়তা পুনরায় শুরু করতে হবে। আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা পুনরুদ্ধার করতে হবে।
তিনি বলেন, হামাসকে অবিলম্বে তাদের হাতে থাকা এবং যাদের তাদের বাড়িতে ফিরে যাওয়ার অধিকার রয়েছে এমন সমস্ত জিম্মিকে মুক্তি দিতে হবে।
তাজানি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজায় মার্কিন নিয়ন্ত্রণ এবং সেখানে বসবাসকারী ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনারও নিন্দা জানিয়েছেন।
তাজানি বলেন, আমি আজ এই কক্ষে অত্যন্ত স্পষ্টভাবে পুনর্ব্যক্ত করতে চাই গাজা থেকে ফিলিস্তিনিদের বিতাড়ন কখনও গ্রহণযোগ্য বিকল্প নয় এবং কখনও হবে না।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেন, এই কারণেই আমরা (গাজা) উপত্যকার পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য মিশরের নেতৃত্বে আরব পরিকল্পনাকে আন্তরিকভাবে সমর্থন করি, যা জোরপূর্বক স্থানচ্যুতির কোনও অনুমানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।
সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/নাজমুল