সাভারের রানা প্লাজা দুর্ঘটনার কথা স্মরণ করে পোশাক শ্রমিকদের উন্নত মানবাধিকার নিশ্চিতে দাবি জানিয়েছেন ব্রিটিশ এমপি আফসানা বেগম।
আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবসে এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। কর্মক্ষেত্রে হতাহতদের স্মরণে প্রতিবছর ২৮ এপ্রিল দিবসটি পালন করা হয়ে থাকে।
বাংলাদেশি বংশোদ্ভূত আফসানা বলেন, ‘আন্তর্জাতিক শ্রমিক স্মৃতি দিবসে আমি তাঁদের সবাইকে শ্রদ্ধা জানাই, যাঁরা শুধু কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এবং বিশ্বজুড়ে ট্রেড ইউনিয়নকর্মীদের সাহসিকতার শ্রদ্ধা জানাই, যাঁরা কঠিন পরিস্থিতিতে সংগঠিত হয়ে জয়ের মুখ দেখেছেন।’
কর্মক্ষেত্রে প্রাণহানি ঠেকানোর আহ্বান জানাতে গিয়ে বাংলাদেশের রানা প্লাজা ধসের কথা মনে করিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ভবনধসের ঘটনা ঘটে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ