হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক ও জ্যোতির্পদার্থবিজ্ঞানী ড. উইলি সুন দাবি করেছেন, গাণিতিক সূত্রের মাধ্যমে সৃষ্টিকর্তার অস্তিত্ব প্রমাণ করা সম্ভব। সম্প্রতি টাকার কার্লসন নেটওয়ার্কে (Tucker Carlson Network) দেওয়া এক সাক্ষাৎকারে তিনি তার গবেষণা তুলে ধরেন। সিএনবিসি টিভি ১৮-এর প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
ড. সুনের গবেষণা ‘ফাইন-টিউনিং’ বা সূক্ষ্ম সামঞ্জস্য তত্ত্বের ওপর ভিত্তি করে তৈরি। এই তত্ত্ব অনুযায়ী, পদার্থবিজ্ঞানের নিয়মগুলো এতটাই নিখুঁতভাবে সাজানো যে, তা কেবল দৈবক্রমে (কাকতালীয়ভাবে) হতে পারে না।
তার মতে, মহাকর্ষ, আলোর গতি ও অন্যান্য প্রাকৃতিক নিয়মগুলো সামান্যতম পরিবর্তন হলে জীবনের অস্তিত্ব অসম্ভব হয়ে যেত। এত নিখুঁতভাবে সবকিছু সাজানো থাকার কারণ হতে পারে একজন সৃষ্টিকর্তার পরিকল্পনা।
ড. সুন তার গবেষণায় ১৯৬৩ সালে বিখ্যাত পদার্থবিদ পল ডিরাকের তত্ত্বের ওপর ভিত্তি করেছেন। ডিরাক বলেছিলেন, মহাবিশ্বের নিয়মগুলো এতই নিখুঁত ও গাণিতিকভাবে সংগঠিত যে, এটি কোনো মহান বুদ্ধিমান সত্তার পরিকল্পনার ফল হতে পারে।
ড. সুন বলেন, আমাদের পৃথিবী ও মহাবিশ্বের নিয়মগুলো এতটাই নিখুঁত যে, এটি মনে করিয়ে দেয়- সৃষ্টিকর্তা অত্যন্ত দক্ষ একজন গণিতবিদ, যিনি উন্নত গাণিতিক সূত্র দিয়ে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। আর আমাদের অস্তিত্ব কোনো কাকতালীয় ঘটনা নয়, বরং এটি সুপরিকল্পিত সৃষ্টি।
উল্লেখ্য, বিজ্ঞান ও ধর্মের সম্পর্ক নিয়ে ড. উইলি সুনের গবেষণা নতুন আলোচনা তৈরি করেছে। তিনি একজন জ্যোতির্পদার্থবিদ তথা এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। হার্ভার্ড অ্যান্ড স্মিখসন সেন্টার ফর অ্যাস্ট্রোফিজিক্সকে দীর্ঘ সময় কর্মরত ছিলেন তিনি। সূত্র : ডেইলি মেইল।
বিডি-প্রতিদিন/শফিক