শ্রীলংকার সাবেক ক্রিকেটারকে বিনামূল্যে জমি দিয়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ভারতের জম্মু-কাশ্মীর সরকার। বিশ্ববিখ্যাত ক্রিকেটার মুথাইয়া মুরলিধরনকে তার বেভারেজ কোম্পানির জন্য 'বটলিং প্লান্ট' নির্মাণের জন্য জম্মু-কাশ্মীরের কাঠুয়া জেলায় বিনামূল্যে জমি দেওয়া হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনা সামনে আসতেই সরকারকে নিশানা করেছে বিরোধীদলগুলি। যদিও মুখ্যমন্ত্রী ও'ন্যাশনাল কনফারেন্স' নেতা ওমর আব্দুল্লাহর সরকার জানিয়েছেন তাদের কাছে এ সম্পর্কিত কোন খবর নেই।
জানা গেছে, ২০২৪ সালে শ্রীলংকার সাবেক স্পিনার মুরলিধরনের 'সিলন বেভারেজ ক্যান প্রাইভেট লিমিটেড' নামক ওই সংস্থার ১৬০০ কোটি রুপি বিনিয়োগে বটল ফিলিং এবং অ্যালুমিনিয়াম ক্যান উৎপাদনের জন্য কাঠুয়ার ভাগথালি শিল্পতালুকে প্রায় ২৫.৭৫ একর জমি দেওয়া হয়েছিল।
শনিবার জম্মু-কাশ্মীরের বাজেট অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে এই বিষয়টি উত্থাপন করে উদ্বেগ প্রকাশ করেন কংগ্রেস এবং সিপিআইএমের বিধায়করা।
সিপিআইএম বিধায়ক মোহাম্মদ ইউসুফ তারিগামী বিনামূল্যে জমি প্রদানের বিষয়টি উত্থাপন করেন এবং সরকারের কাছ থেকে বিবৃতি দাবি করেন। তার বক্তব্য প্রভাবশালী হোক বা সাধারণ ব্যবসায়ী- সকলের জন্যই এক নিয়ম হওয়া উচিত।
কংগ্রেস বিধায়ক জি এ মীরের বক্তব্য বিষয়টি অত্যন্ত গুরুতর। তার প্রশ্ন, একটি অ-ভারতীয় সংস্থাকে কিভাবে বিনামূল্যে জমি পাইয়ে দেওয়া হলো এই বিষয়টি তদন্ত করে দেখা উচিত।
প্রশ্নের জবাবে রাজ্যের কৃষিজাত পণ্য উৎপাদন দপ্তরের মন্ত্রী জাভেদ আহমেদ দার জানিয়েছেন, এই বিষয়টি রাজস্ব দপ্তরের অধীনস্থ। এ ব্যাপারে আমাদের কাছে কোন তথ্য নেই। তবে ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে।