ভারতের উত্তরপ্রদেশে এক স্থানীয় সাংবাদিককে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার বিকালে উত্তরপ্রদেশের সীতাপুরে লখনও-দিল্লি জাতীয় সড়কের ওপর খুব কাছ থেকে গুলি করা হয় তাকে।
রাঘবেন্দ্র বাজপেয়ী নামে ৩৫ বছর বয়সী নিহত ওই গণমাধ্যমের কর্মী উত্তর প্রদেশের একটি হিন্দি দৈনিকে কাজ করতেন বলে জানা গেছে।
বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দুষ্কৃতীরা বাইক নিয়ে এসে রাঘবেন্দ্র'র বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলে পড়ে যান রাঘবেন্দ্র। এরপরই তাকে লক্ষ্য করে পরপর তিনবার গুলি চালানো হয় বলে অভিযোগ।
এরপর সেখানকার বাসিন্দারা রাঘবেন্দ্রকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালে তার শরীর থেকে তিনটি গুলি বের করেন চিকিৎসকরা।
জানা গেছে, একটি নির্দিষ্ট ফোন পেয়ে শনিবার বিকালে ঘর থেকে বেরিয়ে যান রাঘবেন্দ্র। এর কিছু পরেই বিকাল ৩টা ১৫ মিনিট নাগাদ তাকে হত্যা করা হয়।
যদিও এর পিছনের সঠিক কী কারণ তা এখনও জানা যায়নি। তাছাড়া নিহতের পরিবারের তরফে এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। যদিও পরিবার সূত্রে জানা গেছে, বেশ কয়েকদিন ধরে তিনি ফোনে হুমকি পাচ্ছিলেন।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তদের ধরতে চারটি টিম গঠন করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় সেই টিমের সদস্যরা কাজ শুরু করেছেন।
সীতাপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রবীণ রঞ্জন সিং জানিয়েছেন, নিহত সাংবাদিকের কাঁধে এবং বুকে মোট তিনটি গুলি লাগে। এরপরেই আততায়ীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ‘ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্ট’। পাশাপাশি গণমাধ্যমের কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে সংস্থাটি।
বিডি প্রতিদিন/জুনাইদ