ভারতের দক্ষিণাঞ্চলীয় কর্ণাটক রাজ্যের হামপিতে বৃহস্পতিবার রাতে দুই নারী গণধর্ষণের শিকার হয়েছেন। অভিযুক্তরা তাদের সঙ্গে থাকা তিন পুরুষ পর্যটককে তুঙ্গভদ্রা নদীর খালে ফেলে দিয়ে নারীদের ওপর হামলা চালান। ঘটনায় একজন পুরুষ সঙ্গী নিহত হয়েছেন এবং বাকি দুইজন বেঁচে আছেন। খবর বিবিসির।
পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার নারীদের মধ্যে একজন ইসরায়েলি পর্যটক এবং অপরজন ভারতীয় হোমস্টে (পর্যটকের বিশ্রামাগার) অপারেটর। তারা তিন পুরুষ পর্যটকসহ হামপির সানাপুর এলাকায় একটি লেকের পাশে আকাশ পর্যবেক্ষণ করছিলেন।
পুলিশ সুপার রাম আরাসিদি জানিয়েছেন, তিনজন হামলাকারী মোটরসাইকেলে এসে প্রথমে পর্যটকদের কাছে পেট্রলের খোঁজ করেছিলেন। এক পর্যটক তাদের পেট্রলের পাওয়ার পথ দেখিয়ে দেন। এরপর এক হামলাকারী ১০০ রুপি দাবি করেন, যা না পেয়ে তারা তর্ক শুরু করেন। এক পর্যটক ২০ রুপি দিলে হামলাকারীরা মারপিট শুরু করেন। পরে নারীদের গণধর্ষণ করা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থলে দু’জন নারী ও তিনটি পুরুষ আক্রমণের শিকার হয়। নারীদের মধ্যে একজন ইসরায়েলি পর্যটক ও একজন ভারতীয় হোমস্টে অপারেটর ছিলেন। এছাড়া তিনজন পুরুষ পর্যটকের মধ্যে ছিলেন একজন আমেরিকান এবং বাকি দুজন ভারতীয়। নিহত একজন পুরুষ পর্যটকের লাশ কংসালপুর গ্রামের তুঙ্গভদ্রা নদীর খালে উদ্ধার হয়। বাকিরা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে তাদের নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি।
পুলিশের তদন্তে জানা গেছে, হামলাকারীরা আগেই পর্যটকদের অনুসরণ করেছিলেন। এরইমধ্যে পুলিশ দুজন অভিযুক্তকে গ্রেফতার করেছে এবং বাকি অপরাধীদের খোঁজে অভিযান চালাচ্ছে।
এই ঘটনায় কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া এক পোস্টে বলেন, ইসরায়েলি পর্যটক ও হোমস্টে অপারেটরের ওপর হামলা একটি ঘৃণিত কাজ। পুলিশের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করেছি এবং অপরাধীদের দ্রুত ধরতে নির্দেশ দিয়েছি।
বিডি-প্রতিদিন/শআ