সিরিয়ায় বিদ্রোহীদের আক্রমণের মুখে পালিয়ে যাওয়া সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত যোদ্ধাদের সঙ্গে দেশটির বর্তমান প্রশাসনের নিরাপত্তা বাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৪৮ জন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) সংঘর্ষের ঘটনাটি ঘটে।
শুক্রবার (৭ মার্চ) আরব নিউজ তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
সংবাদমাধ্যমটি জানায়, ভূমধ্যসাগরীয় উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় এই লড়াইটি সংঘটিত হয়েছে, যা ক্ষমতাচ্যুত রাষ্ট্রপতির আলাউইত সংখ্যালঘুদের কেন্দ্রস্থল ছিল, যাদেরকে তার শাসনামলে সমর্থনের ঘাঁটি হিসেবে বিবেচনা করা হত।
আরব নিউজ একটি যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থার বরাত দিয়ে জানিয়েছে যে, নিহত ৪৮ জনের মধ্যে ১৬ জন সরকারি নিরাপত্তা কর্মী, ২৮ জন আসাদপন্থী যোদ্ধা এবং চারজন বেসামরিক নাগরিক রয়েছেন। যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা জানিয়েছে যে নিহত নিরাপত্তা কর্মীদের বেশিরভাগই উত্তর-পশ্চিমে বিদ্রোহীদের ঘাঁটি ইদলিবের বাসিন্দা।
লাতাকিয়ার একজন নিরাপত্তা কর্মকর্তা মুস্তফা কেনিফতি বলেছেন যে, একটি সুপরিকল্পিত এবং পূর্বপরিকল্পিত আক্রমণে, আসাদের অবশিষ্টাংশের বেশ কয়েকটি দল আমাদের অবস্থান এবং চেকপয়েন্টে আক্রমণ করেছে, জাবলেহ এলাকায় আমাদের অনেক টহলকে লক্ষ্য করে।
তিনি আরও বলেন, এই হামলায় আমাদের বাহিনীর মধ্যে অসংখ্য শহীদ এবং আহত হয়েছেন। কিন্তু তিনি কোন সংখ্যা বলেননি।
এসময় কেনিফতি বলেন,আমরা এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরিয়ে আনব এবং আমাদের জনগণের সম্পত্তি রক্ষা করব।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা জানিয়েছে, সংঘর্ষের ঘটনার পর “বিশাল সামরিক শক্তি বৃদ্ধি করে” সরকারি সৈন্যরা জাবলেহ শহরের দিকে যাচ্ছে। সূত্র: আরব নিউজ
বিডি প্রতিদনি/নাজিম