বৃহস্পতিবার ব্রিটেন তাদের নিষেধাজ্ঞার তালিকা থেকে ২৪টি সিরিয়ান প্রতিষ্ঠানকে বাদ দিয়েছে। যার মধ্যে রয়েছে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংক, অন্যান্য ব্যাংক এবং পেট্রোলিয়াম কোম্পানি।
ডিসেম্বরে হায়াত তাহরির আল-শাম-এর নেতৃত্বে বিদ্রোহী বাহিনী বাশার আল-আসাদকে প্রেসিডেন্ট পদ থেকে উৎখাত করার পর পশ্চিমা বিশ্ব সিরিয়ার প্রতি তাদের দৃষ্টিভঙ্গি পুনর্বিবেচনা করছে।
গত মাসে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলি সিরিয়ার বিরুদ্ধে বিভিন্ন ধরণের নিষেধাজ্ঞা স্থগিত করেছে।
ব্রিটেনের পররাষ্ট্র দপ্তর নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আরও বিস্তারিত জানায়নি। তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। সিরিয়ার একজন সরকারি মিডিয়া কর্মকর্তা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধের জবাব দেননি।
বিডি প্রতিদিন/নাজমুল