উত্তর কোরিয়া ফের সম্ভাব্য পারমাণবিক 'পাল্টা আক্রমণের' সক্ষমতা প্রদর্শনের জন্য কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এ খবর জানিয়েছে।
সংস্থাটি বলছে, ক্ষেপণাস্ত্রগুলো ১ হাজার ৫৮৭ কিলোমিটার পথ অতিক্রম করেছে। লক্ষ্যবস্তুতে পৌঁছাতে সময় লেগেছে ২ দশমিক ২ ঘণ্টা। এটি এ বছরের চতুর্থ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ।
কেসিএনএ বলেছে, কোরিয়ার নিরাপত্তা পরিবেশ মারাত্মকভাবে লঙ্ঘনকারী শত্রুদের সতর্ক করা এবং বিভিন্ন পরমাণু অভিযানের প্রস্তুতি প্রদর্শনের জন্য এই পরীক্ষা চালানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট কিম এই মহড়ায় সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, সামরিক বাহিনীকে অবশ্যই তার পারমাণবিক অস্ত্র মোতায়েনের জন্য পূর্ণ প্রস্তুতি বজায় রাখতে হবে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে কিম পিয়ংইয়ংয়ের দীর্ঘমেয়াদী নিরাপত্তার জন্য প্রতিরক্ষা জোরদার এবং 'কঠোরভাবে' যুক্তরাষ্ট্রবিরোধী পাল্টা পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/শআ