পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দেয়ার কথা ভুলে যেতে হবে ইউক্রেনকে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে চলমান যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও ছাড় দিতে হবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার মার্কিন মন্ত্রিসভার প্রথম আনুষ্ঠানিক বৈঠকে এমনটাই জানান মার্কিন প্রেসিডেন্ট। বৈঠকে ইউক্রেন যুদ্ধ, গাজায় সংঘাত ইস্যুতে খোলামেলা কথা বলেন ট্রাম্প। নিজের সিদ্ধান্তের কথা জানালেন বিভিন্ন দেশের ওপর কর আরোপের বিষয়ে।
বৈঠকে ট্রাম্প নিশ্চিত করেন, শুক্রবার যুক্তরাষ্ট্র সফর করবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এই সফরেই তিনি ইউক্রেনের মূল্যবান বিরল খনিজ নিয়ে চুক্তি সই করবেন। এ চুক্তির মাধ্যমে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে দেয়া বিপুল পরিমাণ অর্থ যুক্তরাষ্ট্র ফেরত পাবে বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।
একইসঙ্গে তিনি বলেন, ইউক্রেনের ন্যাটোতে যোগ দেয়ার স্বপ্ন ত্যাগ করতে হবে। জোটে যুক্ত হওয়ার পরিকল্পনার কারণেই এই যুদ্ধ শুরু হয়েছিলো বলে মন্তব্য করেন ট্রাম্প। তবে ইউক্রেন যুদ্ধ বন্ধে চুক্তিতে পৌঁছাতে ভ্লাদিমির পুতিনকেও ছাড় দিতে হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
বিডি-প্রতিদিন/শআ