রাশিয়ার বিরুদ্ধে তিন বছর ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের এখন পর্যন্ত ৩২০ বিলিয়ন ডলার খরচ হয়েছে বলে দাবি করেছে কিয়েভ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই দাবি করে বলেছেন, “ইউক্রেনের করদাতাদের কাছ থেকে প্রায় ১২০ বিলিয়ন ডলার। আর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইইউ থেকে ২০০ বিলিয়ন ডলার এসেছে।”
তিনি আরও বলেন, “যুক্তরাষ্ট্র ৬৭ বিলিয়ন ডলারের অস্ত্র এবং বাজেট সহায়তা সরবরাহ করেছে।”
এদিকে, সম্প্রতি ট্রাম্প বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের অব্যাহত সহায়তার বিনিময়ে ইউক্রেন থেকে ৫০০ বিলিয়ন ডলারের সমপরিমাণ বিরল খনিজ সম্পদ চায়।
এ বিষয়ে জেলেনস্কি বলেন, “এটি ৫০০ বিলিয়ন ডলার নয়। আর এটি কোনও গুরুতর আলোচনাও নয়।”
তিনি আর বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র অভিযোগ করে যে ইউক্রেনের জন্য ৯০ শতাংশ সমর্থন আসে তাদের কাছ থেকে। ‘সত্য কিন্তু ভিন্ন’। তবে আমরা তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞ।” সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/একেএ