নিরাপত্তাসংক্রান্ত অপরাধের অভিযোগে দুই ব্রিটিশ নাগরিককে আটক করেছে ইরানি কর্তৃপক্ষ। দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) জানিয়েছে, আটক এক নারী ও এক পুরুষকে সেন্ট্রাল কেরমান প্রদেশে হেফাজতে রাখা হয়েছে। তবে তাদের পরিচয় বা আটক হওয়ার পরিস্থিতি সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেয়া হয়নি।
সংস্থাটি নিরাপত্তা হেফাজতে নেয়া দুই ব্রিটিশ নাগরিকের ছবিও প্রকাশ করেছে, যেখানে তাদের যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করতে দেখা যায়। তবে তাদের পরিচয় এবং ঠিক কবে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে কোনো তথ্য নিশ্চিত করা হয়নি। এ বিষয়ে এখন পর্যন্ত ব্রিটিশ কর্মকর্তারা কোনো মন্তব্য করেননি। খবর রয়টার্সের।
গত কয়েক বছরে ইরানের অভিজাত রেভল্যুশনারি গার্ড বেশ কয়েকজন দ্বৈত নাগরিক ও বিদেশিকে আটক করেছে, যাদের বেশিরভাগকেই গুপ্তচরবৃত্তির অভিযোগ বা নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ