সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারার সাথে ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার বর্তমান শীর্ষ নেতার সাথে এটাই পুতিনের প্রথম ফোনালাপ।
বুধবার ক্রেমলিন এই তথ্য জানিয়েছে।
মস্কো যুদ্ধ-বিধ্বস্ত সিরিয়ায় তাদের দুটি সামরিক ঘাঁটি সুরক্ষিত করতে আগ্রহী।
ক্রেমলিন বলেছে, পুতিন সিরিয়ার জনগণের সুবিধার জন্য আল শারার সাফল্য কামনা করেছেন। এছাড়া রাশিয়ার পক্ষ সিরিয়ার রাষ্ট্রের ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সমর্থনে তার নীতিগত অবস্থানের ওপর জোর দিয়েছেন পুতিন।
মূলত ২০১৫ সালে সিরিয়ার গৃহযুদ্ধে হস্তক্ষেপ করে বাশার আল-আসাদকে ক্ষমতায় রাখতে সাহায্য করেছিল রাশিয়া। সশস্ত্র বিরোধী বাহিনীর দখলে থাকা এলাকায় বিধ্বংসী বিমান হামলা শুরু করেছিল পুতিনের দেশ।
সূত্র: আল আরাবিয়া
বিডি প্রতিদিন/নাজমুল