দক্ষিণ লেবাননে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সময় ইসরায়েলি বাহিনীর গুলিতে একজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, ইসরায়েলি বাহিনী রবিবার নির্ধারিত সময়সীমা পেরিয়ে সেখানে তাদের অবস্থান অব্যাহত রাখে এবং সাধারণ মানুষের ওপর হামলা চালায়।
যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী, হিজবুল্লাহর অস্ত্র ও যোদ্ধাদের অপসারণ এবং লেবানন সেনাবাহিনীর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার শর্তে ৬০ দিনের মধ্যে ইসরায়েলি সেনাদের দক্ষিণ লেবানন থেকে সরে যাওয়ার কথা ছিল। এই মেয়াদ রবিবার সকালেই শেষ হয়েছে। তবে ইসরায়েল দাবি করেছে, লেবানন কর্তৃপক্ষ চুক্তির শর্ত পুরোপুরি কার্যকর করতে ব্যর্থ হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হুলা গ্রামে ইসরায়েলি বাহিনীর আক্রমণে একজন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। অন্যদিকে, কফর কিলা এলাকায় আরও ৮ জন আহত হয়েছেন।
শনিবার ইসরায়েল স্থানীয়দের নিজ নিজ বাড়িতে না ফেরার নির্দেশ দেয়। একই দিন লেবাননের সেনাবাহিনী ইসরায়েলের বিরুদ্ধে সেনা প্রত্যাহারে গড়িমসির অভিযোগ আনে। ইসরায়েলি সেনারা দাবি করেছে, তারা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর অস্ত্র উদ্ধার এবং তাদের অবকাঠামো ধ্বংস করছে।
প্রসঙ্গত, গত বছর গাজা যুদ্ধে হিজবুল্লাহ এবং ইসরায়েলের সংঘর্ষ তীব্র আকার ধারণ করে। ইসরায়েলের বড় ধরনের হামলায় লেবাননের এক মিলিয়নের বেশি মানুষ বাস্তুচ্যুত হয় এবং হিজবুল্লাহ গুরুতর ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। ইসরায়েল কতদিন সেখানে থাকবে, সেটাও স্পষ্ট করেনি।
বিডিপ্রতিদিন/কবিরুল