জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে অতীতের যে কোনো বছরের তুলনায় এবার র্যাগিংয়ের ঘটনা কমেছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম। সম্প্রতি তিনি বাংলাদেশ প্রতিদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। অধ্যাপক ড. একেএম রাশিদুল আলম বলেন, ‘নতুন প্রশাসন আসার পর গত এক বছরে ক্যাম্পাসে র্যাগিং, গণরুম, গেস্টরুমের ঘটনা উল্লেখযোগ্যভাবে কমেছে। ক্যাম্পাসে গণরুম, গেস্টরুমের কালচার নেই বললেই চলে। এ বছর ছোটখাটো কয়েকটি ঘটনার মৌখিক অভিযোগ পেলেও পরে শিক্ষার্থীরা নিজেদের মধ্যে সমাধান করে নিয়েছেন।’ বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, প্রশাসনিক কড়াকড়ি আরোপ এবং শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধির কারণে এ ধরনের অপ্রীতিকর ঘটনার সংখ্যা আগের তুলনায় কমেছে। আবাসিক হলগুলোতে নবীন শিক্ষার্থীদের শতভাগ আবাসন সুবিধা নিশ্চিত করার কারণে এবং রাজনৈতিক সংগঠনসহ শিক্ষার্থীদের সহযোগিতায় এ অর্জন সম্ভব হয়েছে বলে জানায় প্রশাসন। জানা যায়, দেশের উচ্চশিক্ষার অন্যতম প্রতিষ্ঠান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতীতে র্যাগিংয়ের ঘটনা ঘটেছে। ২০২১ সালের জানুয়ারি মাসে ৪৮ ব্যাচের জুনিয়রদের র্যাগিং দেওয়ার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪৭ ব্যাচের ১১ জন শিক্ষার্থীকে বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ৫৩ ব্যাচের এক শিক্ষার্থীকে র্যাগিং দেওয়ার দায়ে চলতি বছরের মার্চ মাসে শহীদ রফিক জব্বার হলের ৫২ ব্যাচের শুভজিৎ বিশ্বাস নামে একজনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়। এ ঘটনায় আরও ছয়জন শিক্ষার্থীকে ৫ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়েছে। সবশেষ গত ২২ সেপ্টেম্বর প্রথম বর্ষের (৫৪ ব্যাচ) নবীনবরণের দিনেই আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ক্লাসরুমে পরিচিত হওয়ার নামে নবীন শিক্ষার্থীদের র্যাগিং দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সে সময়, ভুক্তভোগী ৫৪তম ব্যাচের শিক্ষার্থীরা জানায়, ৫৩তম ব্যাচের প্রায় ১৮-২০ জন এবং ৫২তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী এ ঘটনায় জড়িত ছিলেন। তারা টানা আড়াই ঘণ্টা ধরে একটি কক্ষে আটকে রেখে ভুক্তভোগীদের অকথ্য ভাষায় গালাগাল ও ভয়ভীতি প্রদর্শন করেন। যদিও এ ঘটনায় কোনো অভিযোগপত্র দেওয়া হয়নি বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর। ঘটনাটি বিভাগের শিক্ষকের তত্ত্বাবধানে মীমাংসা হয়েছে বলে জানান তিনি। এদিকে র্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করে একটি ‘র্যাগিংবিরোধী সেল’ গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু। এ বিষয়ে জাকসুর নবনির্বাচিত সহসভাপতি (ভিপি) আবদুর রশিদ জিতু বলেন, ‘ক্যাম্পাসে আর কখনো গণরুম, গেস্টরুমের কালচার ফিরতে দেওয়া হবে না। ইতোমধ্যে আমরা র্যাগিংবিরোধী সেল গঠন করেছি। কোনো ছাত্রছাত্রী যদি র্যাগিং বা নির্যাতনের শিকার হয় অভিযোগ দিলেই আমরা ব্যবস্থা গ্রহণ করব।’ সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশিদুল আলম বলেন, ‘র্যাগিং একটি সামাজিক ব্যাধি। এটি নবীন শিক্ষার্থীদের জন্য আতঙ্কের নাম। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র-জুনিয়র সব শিক্ষার্থী পারস্পরিক সহাবস্থানে থেকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক ও শিক্ষার পরিবেশ বজায় রাখবে। কেউ যদি র্যাগিংয়ের মতো গুরুতর অপরাধ করে তাহলে তার বিরুদ্ধে ছাত্রশৃঙ্খলাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
শিরোনাম
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
- গাজায় ইসরায়েলের হামলায় কাতারের নিন্দা
- ভারতীয় বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়ালো পাকিস্তান
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং কমেছে
রুবেল হোসাইন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর