পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম রাজশাহীতে বলেছেন, ‘ছিনতাই প্রতিরোধে রাজধানীতে তিনটি বিশেষায়িত ইউনিট মাঠে নামছে। এর পরও যদি পরিস্থিতির উন্নতি না হয় তাহলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।’ গতকাল সকালে রাজশাহী নগরীর ভেড়িপাড়া এলাকার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে আয়োজিত কর্মশালায় যোগ দেওয়ার সময় সাংবাদিকদের এ কথা বলেন। পুলিশের আইজিপি বলেন, ‘অপরাধের সংখ্যাটা বেড়েছে, বিশেষ করে রাতকালীন ছিনতাই। ছিনতাই হচ্ছে, বিষয়টি আমরা নোটিশে নিয়েছি। শুধু গত (রবিবার) রাতে নয়, তার আগের রাতে কয়েকটি ঘটনা ঘটেছে। আমরা এটা ধারণা করে শনিবার সকালে বিশেষ একটি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, অ্যান্টি ট্যুরিজম ইউনিট ও ঢাকা মেট্রোপলিটন পুলিশ- তিন অর্গানাইজেশন মিলে তারা ইনটেনসিভ পেট্রোল প্রোগ্রাম নিয়েছে। আজকে (গতকাল) থেকে এটা বাস্তবায়িত হবে আশা করি। আমরা দেখি এভাবে উন্নতি হয় কি না না।’