নোয়াখালীর বেগমগঞ্জে এক ব্যবসায়ীকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। পুলিশ বলছে, এটাকে প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হচ্ছে। গতকাল সকালে আম গাছের সঙ্গে ঝুলানো গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এর আগে, শনিবার দিবাগত রাতে উপজেলার রসুলপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবদুস সাত্তার (৩৬) উপজেলার একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফরাজি বাড়ির মজিবুল হকের ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাত্তার স্থানীয় চৌমুহনী বাজারে কাপড়ের ব্যবসা করতেন। শনিবার রাতে কে বা কারা তাকে ডেকে নেয়। ভোর ৪টার দিকে বাড়ির সামনের একটি গাছে সাত্তারের ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। নিহতের ভাই মুফতি আনোয়ার অভিযোগ করে বলেন, জায়গা-জমি ও মাটি কাটা নিয়ে আমার কাকা এছাক, জেঠাতো ভাই হারুন ও বাবুলের সঙ্গে আমাদের বিরোধ চলে আসছে। এ ছাড়া মাটি কাটা নিয়ে আমানিয়া ব্রিক ফিল্ডের তারেক ও আরিফের সঙ্গে আমার ভাই সাত্তারের বিরোধ দেখা দেয়। তারা এক জোট হয়ে আমার ভাইকে হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রাখে। অভিযুক্তদের মুঠোফোনে কল করা হলে সংযোগ পাওয়া যায়নি। বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান বলেন, নিহতের স্বজনরা দুজনের নাম উল্লেখ করে অভিযোগ করেছেন তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। প্রাথমিকভাবে এটাকে আত্মহত্যা মনে হচ্ছে। অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে। লাশ ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।
শিরোনাম
- দৈনিকভিত্তিক শ্রমিকদের মজুরি বাড়ছে
- পররাষ্ট্র সচিবের দায়িত্বে রুহুল আলম সিদ্দিকী
- ক্যাম্পাসের পুকুরে ডুবে ফেনী পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু
- ব্যাংকে ব্যাংকে পুলিশ পাঠিয়ে ডলার বাজার নিয়ন্ত্রণ আর নয় : গভর্নর
- গণঅভ্যুত্থান পরবর্তী সেনানিবাসে আশ্রয় গ্রহণকারীদের প্রসঙ্গে সেনাবাহিনীর অবস্থান
- রিয়াল মাদ্রিদ ছাড়ছেন লুকা মদরিচ
- যশোরে পৌর কৃষকদল সভাপতিকে গুলি করে হত্যা
- কাশ্মীরে গোলাগুলিতে ভারতীয় সেনা নিহত
- পাকিস্তান সফর থেকে ছিটকে গেলেন সৌম্য
- চীনে ভূমিধসে মৃত ২, নিখোঁজ ১৯
- নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : রিমান্ড শেষে ১০ জন কারাগারে
- আবাসিক এলাকায় ভেঙে পড়ল বিমান, ভয়াবহ অগ্নিকাণ্ড
- 'আমরা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে চাই না'
- শতভাগ অনলাইনভিত্তিক ভূমিসেবা চালু হয়েছে : সিনিয়র সচিব
- বিশ্বজুড়ে আকাশযুদ্ধের হিসাব-নিকাশ পাল্টে দিতে পারে চীনের যে ড্রোন!
- মাদক কারবারিদের হামলায় পুলিশ সদস্য আহত
- নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতে সংশ্লিষ্টদের তৎপর থাকার নির্দেশ রেলের
- সপ্তাহের শেষ কার্যদিবসে পুঁজিবাজারে সূচক কমেছে
- ইসরায়েলের যেকেনও হামলার জন্য যুক্তরাষ্ট্রকেই দায়ী করবে ইরান
- চাঁদপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর