প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাছির উদ্দীন বলেছেন, ‘আগামীতে ভোটে বাধা প্রদান ও মানুষ মারার ঘটনা চলবে না। এসব অপরাধ কর্মকাণ্ড কোনোক্রমেই হতে দেওয়া হবে না। শতভাগ চেষ্টা থাকবে ঈদের মতো যাতে ভোট উৎসব করতে পারি।’
গতকাল দুপুরে সিইসির ব্যক্তিগত সফরে কক্সবাজারের কুতুবদিয়ায় নিজ গ্রামে বাবার নামে প্রতিষ্ঠিত মাস্টার তালেব উল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং হাফেজ জালাল উদ্দিন আদর্শ হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, ‘আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন সৃষ্টি করা হবে। এ আন্দোলন শুধু ভোট দেওয়ার অধিকার নয়, ভোটাধিকার প্রতিষ্ঠিত করার। আপনার জমিটা যেভাবে পাহারা দেন, নিজের ভোটটিও পাহারা দেবেন।’ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।