আসন্ন বিমসটেক শীর্ষ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের সম্ভাবনা রয়েছে। গত রবিবার ওমানের মাস্কটে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠকে এ বিষয়ে কথা হয়েছে। গতকাল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, চলতি বছরের সেপ্টেম্বরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত হবে বিমসটেক শীর্ষ সম্মেলন। সম্মেলনে সদস্য দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করবেন। এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রথম সাক্ষাৎ হবে। সম্মেলনের সাইডলাইনে প্রতিবেশী দুই দেশের শীর্ষ নেতার বৈঠক আয়োজনে কাজ করছে দুই দেশ।
ইতোমধ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগ তৈরি করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেন। তিনি জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করতে চায় ভারত। ২০১৮ সালের পর এই প্রথম বিমসটেক শীর্ষ সম্মেলনে রাষ্ট্রপ্রধানরা অংশ নিচ্ছেন। বিমসটেকের বর্তমান চেয়ার থাইল্যান্ড। সেপ্টেম্বর সম্মেলনে বাংলাদেশের হাতে এ দায়িত্ব তুলে দেওয়া হবে। ২০২৬ সালে বিমসটেক শীর্ষ সম্মেলন আয়োজন করবে বাংলাদেশ।
উল্লেখ্য, বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের মধ্যে সমুদ্র পথে যোগাযোগ বাড়ানোই বিমসটেকের প্রধান বিষয়। এর সদস্য রাষ্ট্র হিসেবে আছে বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ড।