রাজনৈতিক সহিংসতা মোকাবিলায় আইন প্রয়োগকারী সংস্থাগুলোর নিরপেক্ষতা ও আইনের শাসন নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। জাতিসংঘের সাম্প্রতিক এক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় সংস্থাটি এ আহ্বান জানিয়েছে।
সংস্থাটি জানায়, আওয়ামী লীগ সরকারের পতনের পর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা খাতের সংস্কারের প্রতিশ্রুতি দিয়েছে। চলতি মাসের শুরুতে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু করে এবং প্রায় ২ হাজার জনকে গ্রেপ্তার করা হয়। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের ডেপুটি পরিচালক মীনাক্ষী গাঙ্গুলী বলেছেন, আওয়ামী লীগ সরকার দশকের পর দশক ধরে দমন-পীড়নের মাধ্যমে বাংলাদেশকে রাজনৈতিকভাবে মেরুকরণ করেছে। শেখ হাসিনা প্রশাসনের দমন-পীড়নে বাংলাদেশিরা ক্ষুব্ধ এবং তারা ন্যায়বিচার ও জবাবদিহির দাবিদার। এটি যথাযথ পদ্ধতিতে হতে হবে। মানবাধিকার সংস্থাটি আরও জানায়, শান্তিপূর্ণ সমাবেশ ও প্রতিবাদ আন্তর্জাতিক আইনের অধীনে সুরক্ষিত মৌলিক অধিকার। তাই আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বলপ্রয়োগের আগে অহিংস পদক্ষেপকে অগ্রাধিকার দেওয়া উচিত। হিউম্যান রাইটস ওয়াচ প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারকে মার্চে আসন্ন জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের অধিবেশনে প্রযুক্তিগত সহায়তা ও সাম্প্রতিক ঘটনাবলির আরও তদন্তের জন্য একটি সর্বসম্মত প্রস্তাব আনার পরামর্শ দিয়েছে। প্রস্তাবিত প্রস্তাবে অন্তর্বর্তী সরকারের ইতিবাচক পদক্ষেপগুলোর পাশাপাশি অতীতের মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো উল্লেখ করা উচিত।