আয়নাঘরের বিভীষিকাময় দিনগুলো যেন এ দেশে আর ফিরে না আসে সে আশা ব্যক্ত করে স্ট্যাটাস দিয়েছেন প্রখ্যাত ইসলামি আলোচক ও সমাজসেবক শায়খ আহমাদুল্লাহ। গতকাল ফেসবুক স্ট্যাটাসে তিনি বলেন, আয়নাঘরের সেই বীভৎস দিনগুলো আর কখনো ফিরে না আসুক এ দেশে। এর আগেও আয়নাঘর নিয়ে নিজের উদ্বেগের কথা জানিয়েছিলেন এই স্কলার। এক স্ট্যাটাসে তিনি বলেছিলেন, গুয়ানতানামো বে কিংবা আবু গারিব কারাগারের নাম শুনলেই আমাদের গা শিউরে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে লোমহর্ষক নির্যাতনের মর্মান্তিক সব দৃশ্য। অথচ আমরা এখন আয়নাঘরের যে বীভৎসতার খবর জানছি, তা যেন গুয়ানতানামো বে, আবু গারিব কারাগারকেও হার মানায়।
বুধবার শায়খ আহমাদুল্লাহর সেই কথার প্রমাণ মিলেছে। রাজধানীর কচুক্ষেত, আগারগাঁও এবং উত্তরা এলাকার তিনটি আয়নাঘর পরিদর্শন করেন ড. ইউনূস। যেগুলো স্বৈরাচার শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময় টর্চার সেল এবং গোপন বন্দিশালা হিসেবে ব্যবহার হতো। পরিদর্শনকালে প্রধান উপদেষ্টাসহ উপস্থিত প্রতিনিধিরা সেখানে ইলেকট্রিক চেয়ারসহ নির্যাতনের জন্য ব্যবহৃত উপকরণ দেখতে পান। এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন দেশ-বিদেশের গণমাধ্যমের প্রতিনিধি ও ভুক্তভোগীরা। ভুক্তভোগীরা তাদের নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন।