ফ্যাসিস্ট সরকারের ক্ষমতাচ্যুতির ছয় মাস পর ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা নিজ দলের নেতা-কর্মীদের উদ্দেশে উসকানিমূলক বক্তব্য দেওয়ায় ক্ষুব্ধ হন দেশের ছাত্র-জনতাসহ তরুণ প্রজন্ম। এর পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার ও গতকাল দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় এবং নেতাদের বাড়ি ও স্থাপনা ভাঙচুর এবং আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। নোয়াখালী প্রতিনিধি জানান, উপকূলীয় দ্বীপ উপজেলা হাতিয়ার সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর দুটি বাসভবন ও ৭টি স্পিডবোট ও ৪টি ইঞ্জিনচালিত বড় ট্রলারে আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার শেষ রাত আনুমানিক আড়াইটার দিকে এ হামলা, ভাঙচুর ও অগুনের ঘটনা ঘটে।
গাইবান্ধা : বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের ১ নম্বর রেলগেট এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করা হয়। পরে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। স্থানীয়রা জানান, রাত ৯টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা শহরের পৌর শহীদ মিনার চত্বরে এসে জমায়েত হন। পরে সেখান থেকে বের হয়ে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে ভাঙচুর চালান এবং বুলডোজার দিয়ে কার্যালয়টি গুঁড়িয়ে দেন। বরিশাল : গৌরনদী উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনের শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য গুঁড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে ছাত্র-জনতার ব্যানারে ভাস্কর্যটি গুঁড়িয়ে দেওয়া হয়। এ সময় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দেয়ালের আংশিক ভাঙচুর করা হয়েছে।
মাগুরা : বৃহস্পতিবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা শহরে মিছিল শেষে রাত ৯টার দিকে সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক খুরশিদ হায়দার টুটুলের নোমানী ময়দানস্থ বাড়ি ও অপর যুগ্মসাধারণ সম্পাদক শাখারুল ইসলাম শাকিলের কাশিনাথপুরের বাংলো বাড়িতে রাত সাড়ে ১০টার দিকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন।
নোয়াখালী : বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মইনউ আহমেদের গ্রামের আলিপুরে তাঁর ছোট ভাইয়ের (মিনহাজ আহমেদ জাবেদ) বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। রাজশাহী : রাজশাহীতে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের বাড়ির একাংশ ভেঙে ফেলা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এক্সকেভেটর দিয়ে বাড়িটি ভাঙা হয়। লিটনের তিনতলা বাড়িটি রাজশাহী নগরীর উপশহর এলাকায় অবস্থিত। সিলেট : সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর আফতাব হোসেন খানের বাড়িতে ভাঙচুর ও আগুন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। বরগুনা : বৃহস্পতিবার রাত ৯টার দিকে বরগুনা শহরের শেরেবাংলা সড়কে জেলা আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করা হয়েছে।
নড়াইল : কালিয়ায় আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির বাড়ি ও কালিয়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে কালিয়া পৌরসভার রামনগর এলাকায় এ ঘটনা ঘটে।