গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুতির পর ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণায় উত্তেজিত ছাত্র-জনতা রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে অবস্থিত শেখ মুজিবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনার পর বুধবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভ্যারিফায়েড পেজে একটি স্ট্যাটাস দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। স্ট্যাটাসে জামায়াত আমির বাংলাদেশের দেশপ্রেমিক দায়িত্বশীল নাগরিকদের আহ্বান জানিয়ে বলেন, কোনো উসকানিতে পা না দিয়ে ধৈর্য ধরুন এবং প্রিয় দেশকে ভালোবাসার নমুনা প্রদর্শন করুন।
এর আগে শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণা আসার পর পাল্টা কর্মসূচি ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর নেতা-কর্মীরা ঘোষণা করেন, শেখ হাসিনা কোনো বক্তব্য দিলে ধানমন্ডি ৩২ নম্বর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে। উপস্থিত ছাত্র-জনতা বলেন, এই বাড়ি স্বৈরাচারের তীর্থভূমি হিসেবে চিহ্নিত। পরে বুলডোজার ও ভেকু দিয়ে স্বৈরাচারের এই চিহ্ন মুছে দেন তারা।