আওয়ামী লীগ সরকার পতনের পর বেসরকারি খাতের শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো পরিচালনার জন্য যে স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, ছয় মাসের মধ্যেই তারা জড়িয়ে পড়েছেন নানানরকম অনিয়মে। পছন্দের প্রতিষ্ঠানকে ঋণ প্রদান, জনবল নিয়োগ, বদলি ও পদায়নসহ বিভিন্ন অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে কয়েকটি ব্যাংকের কর্মকর্র্তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অভিযোগ দিয়েছেন। বাংলাদেশ ব্যাংক এসব ব্যাংক পরিদর্শন শুরু করেছে। গত ছয় মাসে নিয়োগ, বিনিয়োগ, আদায়, ঋণ পুনঃতফসিলের তথ্য চেয়েছে ব্যাংকগুলোর কাছে। বিশ্লেষকরা বলছেন, স্বতন্ত্র পরিচালকরাও যদি শেয়ারহোল্ডার পরিচালকদের মতো অনিয়ম করেন তাহলে সরকারের আর্থিক খাত সংস্কারের উদ্দেশ্য ব্যাহত হবে। আমানতকারীদের মধ্যে আবারও অনিশ্চয়তা তৈরি হবে। বাংলাদেশ ব্যাংকের উচিত অভিযোগ প্রমাণিত হলে দোষী পরিচালকদের অপসারণ ও শাস্তির আওতায় আনা। ৮ জুলাই অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর কয়েকটি শরিয়াহ ব্যাংকসহ ১১টি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে স্বতন্ত্র পরিচালকদের নিয়োগ দিয়ে পর্ষদ পুনর্গঠন করে বাংলাদেশ ব্যাংক। দায়িত্ব পাওয়ার পর কয়েকটি ব্যাংকের পরিচালক ঋণ বিতরণ ও পছন্দের জনবল নিয়োগ দেওয়া শুরু করেছেন। পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাংকগুলোর কোনো কর্মকর্তা মুখ খোলার সাহস পাচ্ছিলেন না। তবে ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আবদুল জলিলকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর নড়েচড়ে বসেছেন অন্য ব্যাংকের কর্মকর্তারা। বেসরকারি খাতের আল আরাফাহ ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তারা গভর্নরের কাছে অভিযোগ দিয়েছেন। ইউনিয়ন ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীরকে অপসারণ দাবি করে দেওয়া অভিযোগে বলা হয়েছে, তিনি পর্ষদ সভায় পরিচালকদের সঙ্গে বাগ্বিত া করেন। নিয়মিত অফিস করেন।ব্যাংকের অডিট বিভাগের প্রধান হুমায়ুন কবীরের সাবেক সহকর্মী। এই পরিচয় ব্যবহার করে তিনি অডিট রিপোর্টে হস্তক্ষেপ করছেন। এসব বিষয়ে জানতে চাইলে হুমায়ুন কবীর সব অভিযোগ অস্বীকার করে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমি একটি মিটিংয়ে আছি, পরে কথা বলব। একইভাবে পছন্দের ২১ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে আল আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান খাজা শাহরিয়ার ও পরিচালক মো. আবদুল ওয়াদুদ। তারা দুজন মিলে প্রায় অর্ধশত কর্মী নিয়োগ দেওয়ার উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে। ইতোমধ্যে প্রথম দফায় ২১ জনকে নিয়োগ দিয়েছেন। যোগদান করেছেন ১৩ জন। এদের মধ্যে ৬টি ইনক্রিমেন্টসহ একজন ইভিপি, ১২টি ইনক্রিমেন্টসহ একজন এসভিপি, ১৩টি ইনক্রিমেন্টসহ তিনজন এসভিপি, ৯টি ইনক্রিমেন্টসহ দুজন ভিপি, আটটি ইনক্রিমেন্টসহ একজন ভিপি, দুজন এভিপি ও তিনজন এসএভিপি নিয়োগ দিয়েছেন। এতে ব্যাংকটির খরচ বেড়েছে প্রায় ৫০ লাখ টাকা। এ ছাড়াও সুহি ইন্ডাস্ট্রিয়াল পার্ক লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠান প্রিতি কম্পোজিট টেক্সটাইল লিমিটেড, অক্সফোর্ড কালারস লিমিটেড ও প্রিতি ওয়াশিং লিমিটেডের ৮৭৫ কোটি টাকার ঋণ ১৫ শতাংশের পরিবর্তে ৭ শতাংশ সুদে পুনঃতফসিল করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে ব্যাংকের ৫০০ কোটি টাকা আয় কম হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্ট্রিগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস ডিপার্টমেন্ট থেকে পর্ষদ পুনর্গঠন করা ব্যাংকগুলোর কাছে তথ্য চেয়েছে। বিগত ছয় মাসে অনুষ্ঠিত পর্ষদ সভার কার্যবিবরণী, জনবল নিয়োগের তালিকা, বিনিয়োগ আদায়ের পরিমাণ ও তালিকা চেয়েছে বাংলাদেশ ব্যাংক। এ ছাড়াও ব্যাংকের মোট যানবাহনের সংখ্যা ও ব্যবহারকারীর তালিকা চাওয়া হয়েছে। গতকাল আল আরাফাহ ব্যাংক পরিদর্শন করেছে বাংলাদেশ ব্যাংকের একটি দল। এ বিষয়ে আল আরাফাহ ইসলামী ব্যাংকের পরিচালক আবদুল ওয়াদুদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা ব্যাংকটি বাঁচানোর চেষ্টা করছি। জনবল নিয়োগের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। এটা ব্যবস্থাপনা কর্তৃপক্ষ দেখভাল করেন। স্বতন্ত্র পরিচালকদের অনিয়ম ও হস্তক্ষেপের বিষয়টি সামনে এসেছে ইসলামী ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. আবদুল জলিলকে পদ থেকে সরিয়ে দেওয়ার পর। পছন্দের প্রতিষ্ঠানকে ঋণ প্রদান ও নিজের জামাতাকে ইসলামী ব্যাংকের সহযোগী প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দেওয়ার অভিযোগে তাকে সরিয়ে দেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এ বিষয়ে ব্যাংক খাত সংস্কারে গঠিত টাস্কফোর্সের সদস্য ও বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, যদি এ ধরনের অনিয়ম চলতে থাকে তাহলে আর্থিক সংস্কার কার্যক্রম বাধাগ্রস্ত হবে। নিয়ন্ত্রক সংস্থা হিসেবে বাংলাদেশ ব্যাংকের উচিত দ্রুত এসব বিষয়ে তদন্ত করে দেশবাসীর কাছে পরিষ্কার বক্তব্য তুলে ধরা। বাংলাদেশ ব্যাংকের চুপ থাকলে হবে না।
শিরোনাম
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
- হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন
- ইসরায়েলবিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন
- সীমানা পেরিয়ে হামলা চালাল পাকিস্তানি সেনারা, ভারত বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন
প্রকাশ:
০০:০০, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫
আপডেট:
০৯:৩৮, বৃহস্পতিবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৫
অনিয়মে স্বতন্ত্র পরিচালকরা
শাহেদ আলী ইরশাদ
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর