সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠক শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল বিকাল ৫টার কিছু পরে তিনি ঢাকায় পৌঁছান। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, সুইজারল্যান্ড থেকে ফেরার পথে দুবাই হয়ে প্রধান উপদেষ্টাকে বহনকারী একটি ফ্লাইট গতকাল বিকাল ৫টা ৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গত ২১ জানুয়ারি ড. ইউনূস দাভোসে পৌঁছানোর পর সেখানে ডব্লিউইএফ সম্মেলনে যোগদানকারী বিশ্ব নেতাদের সঙ্গে ব্যস্ত সময় কাটান। বিশ্ব অর্থনৈতিক ফোরামের এবারের বার্ষিক সম্মেলনে বাংলাদেশের উপস্থিতি ছিল অন্যবারের চেয়ে উজ্জ্বল। এই সফরে সৌদি মালিকানাধীন বন্দর পরিচালনাকারী কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশের মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিচালনার আগ্রহ প্রকাশ করেছে। বিশ্বে বন্দর পরিচালনাকারী জায়ান্ট প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড বঙ্গোপসাগরের উপকূলে নতুন সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহ প্রকাশ করেছে। বন্দর সেবাদানকারী আরেক প্রতিষ্ঠান এপি মোলার-মায়েরস্ক চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনালে বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। এ ছাড়া ফেসবুক বাংলাদেশে ফ্যাক্ট-চেকিং এবং ডিজিটাল যাচাইকরণ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেয়। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশ সফর এবং দেশের নারী ফুটবলে অর্থায়নের প্রতিশ্রুতি দিয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে প্রধান উপদেষ্টা চার দিনে মোট ৪৭টি অনুষ্ঠানে অংশ নেন। তিনি চারজন রাষ্ট্র বা সরকারপ্রধান, মন্ত্রী পর্যায়ের চারজন প্রতিনিধি, জাতিসংঘের বিভিন্ন সংস্থার ১০ শীর্ষ কর্মকর্তা বা নির্বাহী, বৈশ্বিক শীর্ষস্থানীয় ১০ ব্যবসায়ী প্রতিষ্ঠানের সিইও, বিশ্ব অর্থনৈতিক ফোরাম আয়োজিত ৯টি প্রোগ্রাম, আটটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকার এবং আরও দুটি অন্য অনুষ্ঠানে অংশ নেন।
সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ-এর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ ছাড়া পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা, মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের চেয়ারম্যান রাষ্ট্রদূত ক্রিস্টোফ হিউসজেন, বেলজিয়ামের রাজা কিং ফিলিপ, থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি এবং ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেক্সজান্ডার স্টুব, সংযুক্ত আরব আমিরাতের দুবাই কালচারাল অ্যান্ড আটর্স অথরিটির চেয়ারপারসন শেখ লতিফা বিনতে মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম; জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস; কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স সিসেকদি; যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক সাবেক বিশেষ দূত জন কেরি; সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার; জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক, বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস) আনা বিজার্ড প্রমুখ ব্যক্তিত্বদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ ছাড়া বিভিন্ন বাণিজ্যিক ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে ফেসবুকের মাতৃ সংগঠন মেটা প্ল্যাটফর্মের গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট স্যার নিক ক্লেগ; ইউএই-ভিত্তিক গ্লোবাল লজিস্টিকস প্রোভাইডার ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী কর্মকতা সুলতান আহমেদ বিন সুলাইমান; অ্যামনেস্টি ইন্টারন্যানালের মহাসচিব অ্যাগনেস কালামার্ড; ড্যানিস শিপিং এন্ড লজিস্টিকস কোম্পানি এপি মোলার-মায়েরস্কের চেয়ারম্যান রবার্ট মায়েরস্ক উগালা, আমেরিকান বিনিয়োগকারী রে ডালিও এবং জেনেল গ্রুপের নির্বাহী চেয়ারম্যান আমের আলিরেজা সাক্ষাৎ করেন।