সমাজমাধ্যম ফেসবুকে পোস্ট শেয়ার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, ‘কোথাও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে, সেটা যদি ১ টাকারও হয়, আমি সর্বোচ্চ দায় স্বীকার করতে প্রস্তুত।’ গতকাল নিজের ভেরিফায়েড আইডি থেকে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘দুর্নীতি করলে সেটার নিশ্চয়ই নথি, ভিডিও, অডিও কিংবা কোনো ব্যক্তি নিজে সাক্ষ্য দেবেন। আমার অনুরোধ থাকবে যারা দুর্নীতির অভিযোগ আনছেন, আপনারা অভিযোগের সঙ্গে সঙ্গে প্রমাণ উপস্থাপন করেন। আমি কিংবা আমার পরিবার, আত্মীয়স্বজনের বিরুদ্ধে তদবির, চাঁদাবাজি, টেন্ডারবাজি বা যে কোনো দুর্নীতি যদি প্রমাণসহ থাকে তাহলে সেটি সমাজমাধ্যমে প্রচার করুন, প্রয়োজনে মামলা করুন।’
ভারত-দুবাই বসে বলছে আমরা পালিয়ে গেছি : হাসনাত আবদুল্লাহ বলেছেন, কেউ কেউ ভারতে বসে গুজব ছড়াচ্ছে, আমরা নাকি দেশ থেকে পালিয়ে গেছি। দেশ থেকে পালিয়ে কোথায় আসছি। নিজের বাড়িতে আসছি। নিজের বাড়িতে আসলে কি সেটা পালানো হয়! যারা এই গুজব ছড়াচ্ছে, তারাই এখন ভারতে পালিয়ে আছে। তারা ভারতে পালিয়ে থেকে আমাদের বলছে, আমরা নাকি পালানোর জায়গা পাব না। মানে তারাই এখন পালিয়ে আছে আর পালিয়ে থেকে আমাদের বলছে আমরা নাকি পালানোর জায়গা পাব না। এটি খুবই হাস্যকর। গতকাল কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী ইউনিয়ন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত একটি মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।