বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত। ছয় মাসের মধ্যে সব সমস্যার সমাধান করা অসম্ভব। এজন্য নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি দরকার।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রাজধানীর শেরেবাংলা নগরে তাঁর মাজারে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বিগত ১৬ বছর দেশে সংসদীয় গণতন্ত্রের চেষ্টা হয়নি, আবার চেষ্টাটা চালু করতে হবে। তিনি বলেন, সংস্কার ও নির্বাচনের মধ্যে কোনো বিরোধ নেই, দুটি একসঙ্গে চলতে বাধা নেই। সংস্কার চলবে, নির্বাচন চলবে। নির্বাচনের পর যে সরকার আসবে তারাই এই সংস্কারগুলো এগিয়ে নিয়ে যাবেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করে বলতে পারি, প্রতিটি সংস্কার আমরা এগিয়ে নিয়ে যাব।
বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে সংস্কার কমিশনগুলো যে রিপোর্ট দিয়েছে, তা দ্রুত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। কারণ রাজনৈতিক ঐকমত্য ছাড়া সংস্কার প্রতিবেদন গ্রহণযোগ্য হবে না। রাজনৈতিক দল, ছাত্র সংগঠন এবং সরকারের সহযোগিতা ছাড়া সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে না। নির্বাচনের মধ্য দিয়েই জনগণের কাছে যাওয়া সম্ভব, জন-আকাক্সক্ষা পূরণ করা সম্ভব।
মাজারে নেতা-কর্মীদের ঢল : ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল বেলা ১১টায় শহীদ জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। সকাল থেকে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে নেতা-কর্মীদের ঢল নামে। এ সময় দলীয় নেতা-কর্মীরা স্লোগানে স্লোগানে মুখরিত করেন আশপাশের এলাকা। জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন নেতা-কর্মীরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বিএনপি চেয়ারপাসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্যসচিব মোস্তফা জামান, দক্ষিণের আহ্বায়ক রফিকুল আলম মজনু, সদস্যসচিব তানভীর আহমেদ রবীন, উত্তরের যুগ্ম আহ্বায়ক হাজী মো. ইউসুফ, দক্ষিণের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন সরদার, ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক সুমন ভূইয়া ও সদস্যসচিব বদরুল আলম সবুজসহ কয়েক হাজার নেতা-কর্মী সেখানে উপস্থিত ছিলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিচারণা করে মির্জা ফখরুল বলেন, সিপাহি জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দায়িত্বে এসেছিলেন। তখন তিনি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের জন্য খুব অল্প সময়ে সব ক্ষেত্রে সংস্কার করে কাজ শুরু করেন। তিনি প্রথম সংস্কারের মাধ্যমে বাংলাদেশে একদলীয় শাসন থেকে বহুদলীয় শাসনের ব্যবস্থা করেন। জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেওয়ার পর বদ্ধ অর্থনীতিকে মুক্তবাজার অর্থনীতি করার পরিকল্পনা করেন। তাঁর হাত ধরে কৃষি ও শিল্পে বিপ্লব ঘটে। এই মহান নেতার হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি হয়েছে। সেই দল সব বাধা-বিপত্তি অতিক্রম করে আজ বাংলাদেশে সর্ববৃহৎ দল হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।
বিএনপির মুখপাত্র বলেন, জিয়াউর রমানের পর তাঁর উত্তরসূরি বেগম খালেদা জিয়া এই দলের দায়িত্ব নেন। তিনি দলকে আরও বেশি শক্তিশালী করেন। তিনি অসুস্থ হয়ে লন্ডনে চিকিৎসাধীন আছেন। আমরা তাঁর জন্য সবাই দোয়া করি। তাঁরই আরেক যোগ্য উত্তরসূরি, উনার সন্তান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের দায়িত্ব নিয়েছেন। যিনি হাসিনা-ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নতুন নেতৃত্ব দিচ্ছেন।