রাজধানীর হাজারীবাগ বাজারে একটি ট্যানারি গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। গতকাল বিকাল ৪টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে দুপুর ২টায় অগ্নিকান্ডের সূত্রপাত।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার লিমা খানম বলেন, হাজারীবাগ বাজারে একটি ট্যানারির গোডাউনের সাত তলা ভবনের পাঁচ তলায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ধাপে ধাপে ১২টি ইউনিট পাঠানো হয়। হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, আগুন লাগার পর ভবনে আটকে পড়া ব্যক্তিরা নিরাপদে বেরিয়ে আসেন। আগুন নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থেকে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন। এছাড়া ওই গোডাউনে আগুনের ঘটনায় আটকে পড়াদের উদ্ধারে সহায়তায় কাজ করে ১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বিকালে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লে. কর্নেল মো. তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, আগুন নিয়ন্ত্রণে আনতে সময় লেগেছে ৩ ঘণ্টা। আমাদের সক্ষমতার পুরোপুরি কাজে লাগানো যায়নি। পানির সংকট, ভিতরে দাহ্য বস্তু, উৎসুক জনতার ভিড় ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের সক্ষমতা কাজে লাগানো যায়নি। প্লাস্টিক ও লেদারস দাহ্য বস্তুর কারখানা ছিল ভবনটিতে। তবে আগুনে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। আর ভবনে ফায়ার সেফটি প্ল্যান ছিল না। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কয়েকবার নোটিস দেওয়া হয়েছিল। আগুন ভবনের পাঁচ, ছয় ও সাত তলায় ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আগুন পুরোপুরি নির্বাপণ করার পর তদন্ত করে বোঝা যাবে, ক্ষয়ক্ষতি কতটুকু হয়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার সূত্রপাতও জানা যায়নি। বৈদ্যুতিক গোলযোগ, সিগারেটের আগুন বা অন্য কোনো কারণে হতে পারে। তদন্তের পর জানানো যাবে।
এর আগে দুপুরে হাজারীবাগের কাঁচাবাজারের ফনিক্স ট্যানারি লিমিটেড ভবনে প্রথমে পাঁচ তলায় আগুন লাগে। পরে আগুন ছয় ও সাত তলায় দ্রুত ছড়িয়ে পড়ে। ভবনটির ভিতরে ছোট ছোট ট্যানারি কারখানা রয়েছে প্রায় ৫০-৬০টি। এছাড়াও ভবনটিতে পোশাক কারখানা, প্লাস্টিক কারখানা ও ফার্নিচারের কারখানাও রয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে হাজারীবাগ থানা পুলিশ, র্যাব, স্কাউটসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সহায়তা করে। তবে উৎসুক জনতার ভিড়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কর্মীদের বেগ পেতে হয়। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরাও যোগ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগে ২০২৩ সালের এই দিনে একই ভবনে আগুন লাগে। সে সময় ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে ২০১৪ সালেও ভবনটিতে আগুন লেগেছিল।