জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তাকে হত্যার মধ্য দিয়ে যে গুম, খুন, ধর্ষণ এবং লুটের সংস্কৃতি ও রাজনীতি শুরু হয়েছিল, তার কবর রচনা হবে ইনশা আল্লাহ। আমাদের সন্তানরা রাজপথে স্লোগান দিচ্ছে-আমরা ন্যায়বিচার চাই, বৈষম্য চাই না। আমরা শহীদদের আত্মাকে কথা দিচ্ছি, তাঁদের আপনজনদের কথা দিচ্ছি, আহত পঙ্গু ভাইদের কথা দিচ্ছি-তোমাদের স্বপ্নের সেই সাম্যের বাংলাদেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ।’ মাগুরা নোমানী ময়দানে গতকাল বেলা ১১টায় জেলা জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে মাগুরায় যাওয়ার পথে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মধুখালী আখ চাষি কল্যাণ ভবনের সামনে উপজেলা ও পৌর জামায়াতের আয়োজনে পথসভায় জামায়াত আমির বলেন, ‘বাংলাদেশ আমাদের সবার জন্মভূমি। আমরা জাতিধর্মবর্ণনির্বিশেষে সবাই মিলেমিশে বসবাস করছি। নতুন বাংলাদেশ গড়তে আমরা একসঙ্গে কাজ করতে চাই।’ মাগুরার কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জামায়াত আমির এম বি বাকের। ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা সবাই বৈষম্যের বিরুদ্ধে। বৈষম্যহীন সমাজ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ। এ দেশ এমন একটি সরকার চালাচ্ছিল, যারা মানুষের মুখে অদেখা তালা ঝুলিয়ে দিয়েছিল। জনগণ সভ্য থাকলেও আমাদের শাসকরা সভ্য ছিল না। এজন্য তারা জনগণকে সম্মান করতে পারেনি। ভালোবাসতে পারেনি। জনগণকে দেওয়া কথা তারা রাখতে পারেনি। জাতিকে দেওয়া একটা ওয়াদাও তারা বাস্তবায়ন করেনি। তারা ক্ষমতায় এসেছিল তাদের নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য। তারা দেশের জনগণকে কিছুই দিতে পারেনি। দিয়েছিল শুধু ছোপ ছোপ রক্ত এবং কাঁড়ি কাঁড়ি লাশ। দেশের এমন কোনো জনপথ নাই যেখানে তারা হত্যা চালায়নি। এমনকি ক্ষমতার শেষদিন পর্যন্ত এ হত্যাযজ্ঞ চালিয়ে তারা এ দেশ থেকে পালিয়ে গেছে।’
শিরোনাম
- এশিয়ার কোন দেশে কত শুল্ক আরোপ করলেন ট্রাম্প?
- ৮ মাসে বাণিজ্য ঘাটতি কমলো ৪.৪১ শতাংশ
- হঠাৎ উত্তপ্ত সিলেট: আওয়ামী লীগের ৪ নেতার বাসায় হামলা
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৩ এপ্রিল)
- নিখোঁজ প্রতিবন্ধীর লাশ মিললো ডোবায়
- টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২
- জমি নিয়ে বিরোধে বোনের হাতে প্রাণ হারালো ভাই
- চাঁদপুরে দুই মাদক কারবারি গ্রেফতার
- ঈদের তৃতীয় দিনে দেড় লাখ দর্শনার্থীতে মুখর চিড়িয়াখানা
- উত্তেজনা বাড়িয়ে ভারত মহাসাগরে ৬টি বোমারু বিমান মোতায়েন যুক্তরাষ্ট্রের
- ১১ জনের খেলায় ১২ নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৩ রান করে বিশ্বরেকর্ড!
- কোস্টারিকার নোবেলজয়ী সাবেক প্রেসিডেন্টের মার্কিন ভিসা বাতিল
- রাজধানীতে দুই কিশোরীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
- নাগরিকত্ব পাওয়া নিয়ে দুঃসংবাদ দিল ইতালি, যা রয়েছে নতুন আইনে
- ঈদ শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
- ট্রেনের ছাদে টিকটক করতে গিয়ে প্রাণ গেল দুই যুবকের
- গাজায় এক মাস ধরে বন্ধ ত্রাণ প্রবেশ, দুর্ভিক্ষের আশঙ্কা
- হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার খসড়া তদন্ত রিপোর্ট পেয়েছে প্রসিকিউশন
- ইসরায়েলবিরোধী পোস্ট করলেই বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন
- সীমানা পেরিয়ে হামলা চালাল পাকিস্তানি সেনারা, ভারত বলছে যুদ্ধবিরতি লঙ্ঘন
জামায়াত আমির
শহীদদের স্বপ্নের দেশ গড়তে আমরা অঙ্গীকারবদ্ধ
মাগুরা ও ফরিদপুর প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর