বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, শুধু বাংলাদেশের মানুষেরই নয়, বরং শেখ হাসিনার রাজনীতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায়, তিনি শুধু দেশের জনগণের ওপর প্রতিশোধ নেননি, প্রতিশোধ নিয়েছেন আওয়ামী লীগের ওপরও। কারণ, আওয়ামী লীগের প্রতিও শেখ হাসিনার চরম ক্ষোভ ছিল। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে তাঁর বাবার লাশ পড়ে ছিল দিনের পর দিন। এত বড় দল, লাখ লাখ নেতা-কর্মী, কেউই এগিয়ে আসেনি। এজন্যই শেখ হাসিনা আওয়ামী লীগের ওপর প্রতিশোধ গ্রহণ করেছিলেন।
গত রাত সাড়ে ৯টায় পটুয়াখালীর ঝাউতলা শহীদ মিনার প্রাঙ্গণ মাঠে জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্বাস আলীর সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। মামুনুল হক আরও বলেন, পুনর্বাসিত হয়ে শেখ হাসিনা বাংলাদেশে ৫০ বছর রাজনীতি করেছেন, দেশের মানুষের প্রতি প্রতিশোধের রাজনীতি করেছেন। তিনি বিশ্বাস করেছেন তাঁর বাবাকে খুন করার পর এ দেশের মানুষ মিষ্টি বিতরণ করে আনন্দ প্রকাশ করেছে তাই বাংলাদেশের মানুষের প্রতি ছিল তাঁর প্রতিহিংসা এবং ক্ষোভ। মামুনুল হক বলেন, স্বাধীনতার পর নানা কর্মকান্ডের সঙ্গে বাকশাল কায়েম করতে চেয়েছিল তাই পঁচাত্তরের পনেরো আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবার প্রাণ দিতে হয়েছিল, এজন্যই শেখ হাসিনা কেন তাঁর বাবা খুন হলেন, হত্যা হলেন, সেজন্য তিনি বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠেছিলেন। তিনি বলেন, পঁচাত্তরের পনেরো আগস্টের পর আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকারে বলেছিলেন, যে দেশের মানুষ তাঁর বাবাকে হত্যা করেছে, সে দেশের মানুষের কাছ থেকে তিনি প্রতিশোধ গ্রহণ করবেন।