লন্ডনে চিকিৎসারত বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে নিশ্চিত করেছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি গতকাল সাংবাদিকদের বলেন, নতুন করে কিছু পরীক্ষা-নিরীক্ষা চলছে। তিনি পারিবারিক আবহে থাকার কারণে মানসিকভাবে ভালো আছেন। ৮ তারিখ লন্ডনে আসার দিন আর আজকে হিসাব করলে উনার অবস্থা উন্নতির দিকে।
তিনি আরও বলেন, কি কি টেস্ট হচ্ছে অথবা কোন কোন রোগের বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে- সেটা এখনো বলার সময় আসেনি। তবে বিখ্যাত নেফরোলজিস্ট জেনিফার ক্লোজ, বিখ্যাত কার্ডিওলজিস্ট ড. রটসন বেগম জিয়াকে দেখেছেন। তিনি আরও বলেন, সোমবার নাগাদ বেগম জিয়ার চিকিৎসার বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের মেডিকেল টিম বসতে পারে। বেগম জিয়াকে অন্য কোনো দেশে আপাতত নেওয়ার পরিকল্পনা নেই বলেও জানান ড. জাহিদ। এদিকে জানা গেছে, বেগম জিয়ার চিকিৎসার সময়সীমা আরও বাড়তে পারে। এজন্য সেভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছে।
গতকাল লন্ডন সময় বিকাল ৪টার দিকে তারেক রহমান তাঁর স্ত্রীকে নিয়ে হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালে দুই পুত্রবধূ ছাড়াও তিন নাতনি সময় দিচ্ছেন। এ ছাড়া সার্বিক বিষয় দেখাশোনা করছেন তারেক রহমান।